২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

চুনতি ১০শয্যা বিশিষ্ট মাতৃসদন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্হাপন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার ফায়ার সার্ভিসের পার্শ্বে স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫কোটি ২৯লাখ ব্যয়ে ১০শয্যা বিশিষ্ট চুনতি মাতৃসদন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।

৪জুলাই(বৃহস্পতিবার) সকালে এ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব,লোহাগাড়ার সুর্যসন্তান মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি।

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পিএসসি প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহি, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ,
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ হাসানুজ্জামান মোল্যা,চুনতি হাকিমিয়া কামিল এম এ মাদ্রাসা ও চুনতি সরকারী মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি, সমাজসেবক মুহাম্মদ ইসমাঈল মানিক,চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক উখ্যে উইং ববি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.নদভী এমপির সুযোগ্য সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার পদ্মাসন সিংহ`র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, ডাঃ ছেহেলী নারগিছ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির রাসেল,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,
দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি,উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,এসএম আবদুল জব্বার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চরম্বা ইউপির চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দরা উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।