৭ নভেম্বর, ২০২৫ | ২২ কার্তিক, ১৪৩২ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চুনতি সীরতুন্নবী (স:) মাহ্ফিলের শুভ উদ্বোধন করলেন প্রফেসর ড. নদভী এমপি

রায়হান সিকদার,(লোহাগাড়া): আশেকে রাসুল (স:) অলিকুর শিরোমণি মোজাদ্দেদে মাহ্ফিলে সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা আহমদ (রা: আ:) শাহ্ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ঐতিহ্যবাহী লোহাগাড়া চুনতি সীরত ময়দানে ১৯দিন ব্যাপী সীরতুন্নবী (স:) মাহ্ফিল ১ ডিসেম্বর বাদে জুমা শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, বিশ্ব বরণ্যে আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি। মাওলানা মুহাম্মদ মোজাহের হোসাইনের সভাপতিত্বে চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা হাফিজুল নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সীরত মাহ্ফিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহ্বুব আলম, চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ও মাহ্ফিল নির্বাহী পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব ইসমাইল মানিক, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার), সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল হোসেন, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, মাওলানা কাজী নাছির উদ্দিন, কমিটির সিনিয়র সদস্য শাহ্জাদা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ্জাদা তৈয়বুল হক বেদার, মছিহুল আজম সিদ্দিকি, কাজী আরিফুল ইসলাম। উদ্বোধনী অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সরওয়ার কামাল আজিজী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট, উপজেলা আওয়ামী-যুবলীগের আহ্বায়ক মো: জহির উদ্দিন, সাতকানিয়া ইউপি চেয়ারম্যান মো: নেজাম উদ্দিন, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও তরুণ শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, ছদহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা এস.এম.আব্দুল জব্বার, নুরুল আলম জিকু, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজ কর্মী আরমান বাবু রুমেল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো: ফজলে এলাহি আরজু, আব্দুল হান্নান মো: ফারুক, সাংসদের একান্ত সচিব ও সাতকানিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, এপিপি এডভোকেট মো: কামাল উদ্দিন, সাংসদের একান্ত সহকারী সচিব যুবলীগ নেতা মো: জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী মহি উদ্দিন, সাংসদের একান্ত সহকারী সচিব এস.এম শাহাদত হোসেন শাহেদ, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানী, সহ-সভাপতি মো: সেলিম উদ্দিন কোম্পানী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মো: মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা মো: মিকরাজ উদ্দিন পিন্সু, ইসমাইল চৌধুরী, সালাহ্ উদ্দিন সিকদার মেম্বার, মো: হারুনুর রশিদ, সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল, ছাত্রলীগ নেতা মো: জিহানুর রহমান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ ও মেম্বারগণ, অসংখ্যা ওলামাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্যা লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি বলেছেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। রাসুল (স:) কে মহান রব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য এ পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তিনি ১৯দিন ব্যাপী সীরতুন্নবী (স:) মাহ্ফিলের সফলতা কামনা করেছেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সকাল ১১টায় সাতকানিয়া-লোহাগাড়ার হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ গাড়ী বহন নিয়ে সাতকানিয়া কেরানীহাট থেকে তাকে বরণ করে চুনতি সীরত ময়দানে নিয়ে আসে।
একই দিন সকালে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে চুনতি সীরত মাহ্ফিল পরিচালনা কমিটির সদস্যদের এক মত বিনিময় চুনতি সীরত মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাহ্ফিল পরিচালনা নির্বাহী কমিটির আহ্বায়ক আলহাজ্ব ইসমাইল মানিক। মাহ্ফিল পরিচালনা কমিটির সদস্য শাহ্জাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহ্জাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাতসহ আরো অনেকে। মাহ্ফিলে বাজেট রাখা হয়েছে ২কোটি টাকা। মাহ্ফিল সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য প্রতিদিন ১৭টি ইউনিট কাজ করবে, ৫হাজার সেচ্ছা সেবক থাকবে এবং প্রতিদিন ১৫হাজার আপ্যায়ন ও শেষ দিনে ১লক্ষাধিক মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে বলে মাহ্ফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।