চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের একান্ত সচিব (কর্মচারী) মো: ইলিয়াছ রুবেলের সাথে অসৌজন্য মূলক ও অশোভনীয় আচরন করায় লোহাগাড়া উপজেলার ৮নং চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু কোম্পানীর বিরুদ্ধে লোহাগাড়া উপজেলা কর্মচারী কল্যান সংসদ’র সভাপতি মোহাম্মদ ইউচুপ ও সাধারণ সম্পাদক মোস্তফা জামাল চৌধুরী ১২ মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
অভিযোগ সুত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা নুরুল আবছার তাঁর একান্ত সচিব ও উপজেলা কর্মচারী কল্যান সংসদের সাংগঠনিক সম্পাদক ও মো:ইলিয়াছ রুবেলকে মৌখিক ভাবে ভিজিটি কার্ডের তালিকা নিয়ে চুনতি চেয়ারম্যানের সাথে আলোচনা করার নির্দেশ দেন। গত ৯ মার্চ আলোচনার এক পর্যায়ে চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু রুবেলের সাথে বিভিন্ন প্রকার অকথ্য ভাষায় গালমন্দ সহ অসৌজন্য মূলক ও অশোভনীয় আচরন করেন। পরে টেবিলে থাকা কলম ছুঁড়ে মারেন এবং মারধরের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ।
লোহাগাড়া উপজেলা কর্মচারী কল্যাণ সংসদের সভাপতি মোহাম্মদ ইউচুপ উক্ত প্রতিবেদককে বলেন, একজন সরকারী কর্মচারীর সাথে ইউপি চেয়ারম্যান কর্তৃক এ ধরনের আচরণ কোন অবস্থাতেই কাম্য নয়। তিনি আরো বলেন, চেয়ারম্যানের এমন আচরণে উপজেল পরিষদের সকল কর্মচারীবৃন্দ এহেন আচরণের বিরোদ্ধে জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। এবং ৮নং চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদিন জনুকে সকল কর্মচারীবৃন্দ অবাঞ্চিত ঘোষনা করেন।
উপজেলা কর্মচারী কল্যান সংসদের সাদারণ সম্পাদক মোস্তাফা জামাল চৌধুরী উক্ত প্রতিবেদককে বলেন, চুনতি চেয়ারম্যানের এহেন আচরনের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলার সকল কর্মচারীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বারাবরে লিখিত অভিযোগ করেছি। ব্যবস্থা গ্রহণ না হলে উপজেলার সকর কর্মচারীগণ বিক্ষোভ সমাবেশ, কলম বিরতিসহ কর্মবিরতি পালনের কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবেন বলেও তিনি জানান।উপজেলা পরিষদের কর্মচারী মো: ইলিয়াছ রুবেল বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আবছারের মৌখিকভাবে উপকার ভোগী ভিজিডি কার্ডের তালিকা নিয়ে চুনতি চেয়ারম্যানের সাথে আলোচনা করতে বললে, আলেচনা করতে গেলে ক্ষেপে উঠে অকথ্য ও অশোভন আচরন করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আবছার বলেন,
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান বলেন, উপজেলা পরিষদের কর্মচারী রুবেলকে লাঞ্চনার একটি অভিযোগ ও স্মারকলিপি পেয়েছি। আগামী সমন্বয় মিটিংয়ে ব্যাপারটি সমাধানের চেষ্টা করবেন বলেও জানান।চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুর আবেদিন জনু কোম্পানী বলেন, উপজেলা পরিষদের একান্ত সচিব রুবেল আমার সাথে অযথায় অশোভনীয় আচরণ করেছেন। আমিও এর সুষ্ট বিচার চাই। এই ঘটনাটি ষড়ষন্ত্রমুলক ও ভিত্তিহীন বলেও তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।