চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ দোকানদার ও এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কোতোয়ালী থানা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায়
এ এস মেডিকোর উজ্জল দত্ত,কোতোয়ালী কেন্ডি’র যিশু দাশ,মিঠুন নন্দী,রঞ্জিত, মোজাম্মেল হক, সিপি ফাইভষ্টার এর আবদুর রহিম,মডার্ন ফেন্সী কর্ণার এর মালিক প্রদীপ দে, শাহ জালাল বিরিয়ানী প্যারাডাইস এর রাইহান, মিরাজ ফুডকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া কোতোয়ালীর মোড়স্থ বনফুল শাখার ওবায়দুল ফরহাদ ও মিঠাই এর নুরুজ্জামানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।একই অভিযোগে আর এস টেলিকমের জানে আলম ও মেসার্স বড়–য়া ডিজিটাল ষ্টুডিও এর মালিক প্রদীপ কুমার বড়–য়াকে ১ হাজার টাকা ও স্বর্ণালী জুয়েলার্স এর মালিক কাঞ্চন আইচকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে শহীদ সোহরওয়ার্দী রোডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দায়ে হোটেল শাহেন শাহ মদীনা’র মালিক হাজী গুরা মিয়াকে ১০ হাজার টাকা ও নিউ সাতকানিয়া ভাতঘর এর মালিক সাদ্দাম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের সেনেটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা,কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।