২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭ আশ্বিন, ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রাম জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ভোধন করলেন সিভিল সার্জন

বার্তা পরিবেশকঃ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১-৭ অক্টোবর) পালন উপলক্ষে চট্টগ্রাম জেলার উদ্ভোধনী অনুষ্ঠান আনোয়ারা উপজেলার আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে উক্ত জাতীয় কার্যক্রমের সফল উদ্ভোধন করেন চট্রগ্রাম জেলার সিভিল সার্জন ও উপপরিচালক ডা মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন ” মাটির মাধ্যমে কৃমির জীবন চক্র সম্পন্ন হয়,বাংলাদেশে সাধারণত ৩ প্রজাতির কৃমি বেশি দেখা যায়।কৃমির ডিম অসতর্ক ভাবে পানি কিংবা অন্যান্য মাধ্যমে পেটে গেলে সুস্হ শিশুরা কৃমিতে আক্রান্ত হয়।আবার কিছু কৃমি খালি পায়ে চলাফেরা করার কারনে পায়ের পাতা ছিদ্র করে সংক্রমন করে। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর স্হানে কৃমির ডিম বংশ বিস্তার লাভ করে। কৃমির কারনে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভোগে,এছাড়াও নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে।”তাই সকলকে সরকারী কর্মসূচী সফল করতে সহযোগিতাসহ সকল শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খেতে পরামর্শ দেন তিনি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) সাইদুজ্জামান চৌধুরী, অন্যান্যদের মধ্যে বিভাগীয় স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ উপস্হিত ছিলেন। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মেঘনাথ দত্ত ও এমটি ইপিআই মোহাম্মদ এনাম সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাওয়ানোর মাধ্যমে কর্মসূচীর উদ্ভোধন ঘোষনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।