চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার হাজী কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৮টি গাড়ি।
জানা গেছে, ওই কলোনিতে বেশ কিছু কাঁচা ঘর ও দোকানপাট রয়েছে। তবে আগুন লাগার কারণ এখও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর রূপম কান্তি বিশ্বাস বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।