১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাম্পান বাইচ

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে সাম্পান খেলা (সাম্পান বাইচ) ১৪২৪ সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নগরীর অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ পর্যন্ত এক কিলোমিটার নৌ পথে এই সাম্পান বাইচ অনুষ্ঠিত হয়।

এক কিলোমিটার নৌপথ মাত্র সাত মিনিটে অতিক্রম করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীর আলম শাহেদ মাঝির দল।

প্রথম রানার্স আপ হয়েছে  মাওলানা ইসমত উল্লাহ শাহ এর সাম্পান।দ্বিতীয় রানার্স আপ হয়েছেন খাজা গরীবে নেওয়াজ ব্লকের পাড় ফজল মাঝির সাম্পান।

সাম্পান খেলা উপলক্ষে সকাল থেকেই কর্ণফুলী নদীর উভয় তীরে সাজ সাজ রব পড়ে যায়। হাজার হাজার নারী পুরুষ নদীর তীরে দাঁড়িয়ে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। ভাটার টান বেশি থাকায় এবার বিকেল ৫টায় সাম্পান খেলা অনুষ্ঠিত হয়। সাম্পান খেলা উদ্বোধন করেন চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ছাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড় উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান, সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদ প্রমুখ।

 
অতিথিরা বলেন, সাম্পান খেলার এই বিরাট আয়োজনের মাধ্যমে আমরা মানুষকে একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করছি, কর্ণফুলী আজ কঠিন রোগে আক্রান্ত। দখল দুষণের তাণ্ডবে দীর্ঘশ্বাস ফেলছে কর্ণফুলী। দেশের অর্থনীতিকে সচল রাখতে কর্ণফুলীকে সচল রাখতে হবে। আমরা সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার মাধ্যমে কর্ণফুলীর এই দীর্ঘশ্বাসকে মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করছি।

চৌধুরী ফরিদ বলেন, সিডিএ, সিটি করপোরেশন ও বন্দরকে সম্মিলিতভাবে কর্ণফুলী রক্ষার কার্যক্রম গ্রহণ করতে হবে। অন্যথায় আমাদের জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা তাই করবো।

চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান বলেন, কর্ণফুলী রক্ষায় সচেতন মানুষ নিরব। সাম্পান মাঝিরাই বৈঠা হাতে নদীতে নেমেছে। এই আন্দোলন সফল হবেই।

সাম্পান খেলা শেষে চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা শুরু হয়। সনজিত আচার্য্যের পরিচালনায় সংগীত পরিবেশন করেন গীতা আচার্য্য, ফাল্গুনি, মিলন আচার্য্য প্রমুখ। পলিয়ন মোবাং এর পরিচালনায় আদিবাসি নৃত্য পরিবেশন করেন বিথি ত্রিপুরা, অতিথি ত্রিপুরা, সুখি ত্রিপুরা ও উজ্জল ত্রিপুরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।