চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিরা আগে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এখন তারা কনভার্ট হয়ে জঙ্গিবাদের প্রথম ধাপে রয়েছে। বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।