২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চকরিয়ায় ব্যবসায়ী মোজার মিয়া হত্যা মামলার আসামী গ্রেপ্তার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ধান ক্ষেতে রাবার ব্যবসায়ী গলাকাটা মোজাহের মিয়া হত্যা মামলার ২নং আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাহার মিয়া লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রইঙ্গামুখ এলাকার বাসিন্দা মো: ইসলামের ছেলে।
জানা গেছে, শত্রুতার জের ধরে গত ৫ জুন বিকাল ৪টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাফেরঘারা এলাকার বাসিন্দা মনোহর আলম প্রকাশ মনুর ছেলে মো: জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সাহেদা বেগমের ওপর হামলা করে প্রতিপক্ষ। এতে স্ত্রী ও ছেলে উভয় গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহেদা বেগম মারা যান।
পরে মনোহর আলম বাদী হয়ে এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো: নাছির উদ্দিন, এজাহার মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলেন।
অপরদিকে চকরিয়া উপজেলার খুটাখালীতে গলাকাটা মোজাহের মিয়া হত্যার ঘটনায় আদালতে তার বাবা বাদি হয়ে দায়ের করা মামলায় অভিযুক্ত হয়ে আসামি এজাহার মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে নাই্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের কাগুজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহার মিয়াকে কালাপাড়া থেকে গ্রেফতার করে। পরে তাকে লামা থানায় সোপর্দ করেন। ওই আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।