২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় প্রতিবন্ধি পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমেই স্বপ্নবাজ তারুন্যের নতুন পথচলা শুরু

 

চকরিয়ায় প্রতিবন্ধি ও অক্ষম পরিবারের পাশে দাড়াঁনোর মাধ্যমে স্বপ্নবাজ তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ং চেইন্স মের্কাস্’ এবার নতুন স্বপ্ন বাস্তবায়নে একধাপ এগিয়ে গেছে। একবছর আগে চকরিয়া জনপদ থেকে কলেজ, বিশ^বিদ্যালয়ে পড়–য়া সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে তোলা এ সংগঠনটি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন বাস্তবে তাঁরা সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে এবং সুন্দর সমাজ বির্নিমানে কাজ করছেন।
গতকাল শুক্রবার বিকালে সংগঠনটির প্রথম বর্ষপুর্তির অনুষ্ঠানে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ঘুনিয়া এলাকার বাসিন্দা প্রতিবন্ধি মনছুর আলমের হাতে একটি নতুন রিক্সা তুলে দেয়ার মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দের সুবাশ নিয়েছেন। একই সাথে প্রতিবন্ধি মনছুর আলমের মেয়ের পঞ্চম শ্রেনী পর্যন্ত লেখাপড়ার দায়িত্বও নিয়েছেন সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, তাদের সকলের প্রচেষ্ঠায় জমানো টাকার বিনিময়ে এবছর একজন প্রতিবন্ধি ব্যক্তির হাতে একটি রিক্সা তুলে দিতে পেরেছেন। অভাবগ্রস্থ পরিবারটির শিশু মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। উপকারভোগী মনছুর আলম শাররীকভাবে প্রতিবন্ধি হলেও রিক্সাটি অন্ততপক্ষে ভাড়া দিয়ে অর্জিত টাকায় তার পরিবারে অল্প হলেও স্বচ্ছলতা ফেরাতে পারবে। আগামী বছর থেকে এ ধরণের সহায়তা আরো বাড়ানো চেষ্ঠা থাকবে বলে অভিমত প্রকাশ করেন সংগঠনের সদস্য স্বপ্নবাজ তরুনরা।
চকরিয়া প্রো ক্যাডেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্টিত সংগঠনের প্রথম বর্ষপুর্তি ও প্রতিবন্ধি মানুষের মাঝে রিক্সা এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র আকতারুল কবির তিহার।
সংগঠনের সদস্য শিহাব নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক পদ্মলোচন বড়–য়া, বিশেষ অথিতি ছিলেন চকরিয়া উপজেলা এলজিইডির নবাগত প্রকৌশলী রনী সাহা, উপজেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর কবির, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম, জেলা জজ আদালতের আইনজীবি এডভোকেট সোহান, স্বাধীন মঞ্চের আহবায়ক দেলোয়ার হোসেন, ফিস ফাইন্ডারের প্রতিষ্ঠাতা সমন্বয়ক আদনান রামিম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।