১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপির সমাবেশ উপলক্ষে

চকরিয়ায় নেতাকর্মী-জনগনকে উজ্জেবিত করতে গণসংযোগে জাফর আলম

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির আগমনে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): আগামী ৪ নভেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজার আগমন এবং তাঁর সমাবেশ সফল করতে তৃনমুলে আওয়ামীলীগের নেতাকর্মীদের উজ্জেবিত করতেই গনসংযোগে নামলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া-পেকুয়া জনপদের গণমানুষের নেতা জাফর আলম গনসংযোগের শুরুতে গতকাল ১ নভেম্বর চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর, চরণদ্বীপ ও সওদাগরঘোনা এলাকার প্রতিটি এলাকায় গনসংযোগ করেছেন। এসময় তিনি এলাকার জনগনের সাথে সাক্ষাত করে কথা বলেন। ওইসময় তাঁর সাথে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতা গনসংযোগে অংশ নেন।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেন, আগামী ৪ নভেম্বর কক্সবাজার আসছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তাঁর আগমনে চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে দলের নেতাকর্মীদের পাশাপাশি জনগনকে উজ্জেবিত করতে মুলত গনসংযোগ শুরু করা হয়েছে। আশাকরি ৪ নভেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি পয়েন্টে অবস্থান করে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনতা জননেতা ওবায়দুল কাদের এমপিকে স্বাগত জানাবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, আগামী কয়েকদিনের মধ্যে উপজেলার অপরাপর এলাকায় গনসংযোগ করা হবে। আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জননেতা ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে এখন থেকে প্রস্ততি নিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।