২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় নিজের পাঁয়ে দাড়াঁতে পেশার ওপর দক্ষতা অর্জনে প্রশিক্ষন নিচ্ছেন ৩০জন নারী

 

চকরিয়ায় নিজের ও পরিবারের ভাগ্যের চাকা বদলাতে এবার আত্ম প্রত্যয়ী ৩০জন নানা বয়সের নারী প্রশিক্ষন নিচ্ছেন নানা প্রেশার দক্ষার ওপর। তাদের দাবি, আমরা ঘরের ভেতর বসে থাকতে চাইনা, হতে চাই উদ্যমী এবং কর্মঠ। স্বামীর পাশাপাশি সংসারে ভুমিকা রাখবো। দরিদ্রের সাথে লড়াই করে এগিয়ে যাবো। বিউটিফিকেশন এন্ড বিউটি পার্লার ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০জন নারীর কথা। লক্ষ আত্মনির্ভরশীল এবং সফল ব্যবসায়ি হওয়া। বিউটি পার্লারের উপর প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাড়াতে চাই।
আত্মশক্তিতে বলিয়ান এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উইমেন এল্টার প্রিমিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন ৩০জন নারীকে। বৃহস্পতিবার থেকে নারীদের সংগঠন কর্মনীড়ের সার্বিক ব্যবস্থাপনায় চকরিয়া পৌরসভার হালকাকারায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কর্মনীড়ের নির্বাহী পরিচালক নারী নেত্রী শাহানা বেগম বলেন, দেশের অর্ধেক নারী হলেও সকল ক্ষেত্রেই নারী সমাজ অবহেলিত ও বৈষম্যের শিকার হয়ে আসছে। শিকার হচ্ছে নানা ধরনের দৈহিক ও মানুষিক নির্যাতনের। কর্মক্ষেত্রে নারীরা বেশি বৈষম্যের শিকার হয়। তিনি আরও বলেন, অসংখ্য নারী ব্যবসায় সফলতা লাভ করছেন। অনেক সময় নারীরা প্রশিক্ষণ নেওয়ার পরও অর্থের অভাবে ব্যবসায় এগুতে পারে না। তাছাড়া, ট্রেড লাইসেন্স ও সহজে ঋণ না পাওয়ার কারণে ব্যবসা করতে সমস্যা হয় নারীদের। সরকার এবং ¯’ানীয় প্রশাসন একটু আন্তরিক হলে গ্রামীণ পর্যায়ে নারীরা ব্যবসায় সফল হবে বলে তিনি জানান।
চকরিয়ার বিউটিশিয়ান প্রশিক্ষণার্থী নুপুর জানান, ঢাকাতে বিউটি পার্লারের উপর প্রশিক্ষণ নিয়েছি। সেখানে ভালো মানের প্রশিক্ষণ দেওয়া হয়নি। সনদও পাইনি। কর্মনীড়ে বিউটি পার্লারের উপর প্রশিক্ষণ নিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখছি।
প্রশিক্ষণার্থী মানিকপুরের রোজিনা আক্তান জানান, প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হবো। কারও বুঝা হতে চাই না। ব্যবসার মাধ্যমে নিজের পায়ে দাড়াতে চাই।
প্রশিক্ষক মাহমুদা খাতুন জানান, নারীরা জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। দৃঢ় ই”ছাশক্তি, ধৈর্য, সঠিক পরিকল্পনা আর মেধা থাকলে এখন নারীরা ঘরে বসেই ব্যবসায় সফল হতে পারেন। সফল একজন উদ্যোক্তাও। অসংখ্য নারী ব্যবসা করে সফলতা লাভ করছেন। তিনি আরও জানান, ব্যবসার ক্ষেত্রেও নারীরা কোনভাবেই পিছিয়ে নেই। বরং সামনের দিকে এগিয়ে চলেছে সমান তালে। দেশকে এগিয়ে নিতে পুর“ষের পাশাপাশি নারীর ভূমিকা অপরিসীম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।