২২ জানুয়ারি, ২০২৬ | ৮ মাঘ, ১৪৩২ | ২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় কিচেন মার্কেটের মাছ বাজারে অভিযানে ৬শ’ কেজি জাটকা ইলিশ জব্দ

 


চকরিয়া পৌর বাসটার্মিনালস্থ কিচেন মার্কেটের মাছ বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৬শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। পরে এসব জাটকা মাছ উপজেলার ছয়টি এতিমখানায় বিতরণ করেছে আদালত। শনিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.দিদারুল আলমের নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় আদালতের সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান ও থানা পুলিশের একটি দল এবং মৎস্য বিভাগ ও আদালতের কর্মকর্তারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান বলেন, সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও কতিপয় জেলেরা নানা কায়দায় জাটকা ইলিশ আহরণ করে তা বাজারে বিক্রি করে আসছিলো। বেশির ভাগ জাটকা চকরিয়া সদরের কিচেন মার্কেটের মাছ বাজারে বিক্রি হচ্ছিল। এ কাজে জেলেদেরকে স্থানীয় একাধিক অবৈধ ব্যবসায়ী চক্র সহযোগিতা দিচ্ছেন। তিনি বলেন, বিষয়টি জানতে পেরে শনিবার সকালে উপজেলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাজার থেকে প্রায় ৬শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে ওইসময় আদালতের উপস্থিতি টের পেয়ে কতিপয় বিক্রেতারা পালিয়ে যায়। পরে এসব মাছ উপজেলার ৬টি এতিমখানায় বিতরণ করেন আদালত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।