২৯ অক্টোবর, ২০২৫ | ১৩ কার্তিক, ১৪৩২ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চকরিয়ায় আঞ্চলিক মহাসড়কের পাশে দোকান দখলে নিতেই দুর্বৃত্তদের তালা!

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় আঞ্চলিক মহাসড়ক লাগোয়া কোনাখালী বটতলী ষ্টেশন এলাকায় খতিয়ানভুক্ত জায়গায় নির্মিত দোকানঘর একদল দুবৃর্ত্ত তালা লাগিয়ে জোরপূর্বক জবর দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে ভুক্তভোগীরা চরম আতঙ্কে রয়েছে। বৃহস্পতিবার বিকালে কোনাখালী বটতলী ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।
অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী ষ্টেশন এলাকায় মৃত বশরত আলীর খতিয়ানভুক্ত জায়গায় তার পুত্র মেহেদি হাসান দোকানঘর নির্মাণ করেন।ওই দোকান নির্মিত হওয়ার পর থেকে স্থানীয় একই এলাকার আফলাতুনের পুত্র কাউছার ও আবছারের পুত্র মো.আজম ওই জায়গায় তাদের পৈত্রিক জমি রয়েছে দাবী করে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে বরোধীয় জায়গায় নিয়ে থানা ও উচ্চ আদালতে মামলাও রয়েছে।বুধবার বিকালে আফলাতুন পুত্র কাউছারের নেতৃত্বে ১০/১২জনের একদল ভাড়াটিয়া দুবৃর্ত্তের মাধ্যমে মেহেদী হাসানের নির্মিত দোকানঘরে তালা দেয়। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।ঘটে যেতে পারে যেকোন মুহুর্তে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,তালা লাগিয়ে দোকান বন্ধ করে দিয়েছে এ কথা কেউ আমাকে জানায়নি। এবং কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।