২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় ১৮০ বস্তা সার জব্দ

কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা থেকে পাচারের জন্য মজুদ করা এবং জীপভর্তি করা ১৮০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। তন্মধ্যে গুদামে জব্দ করা হয় ১৫০ বস্তা ইউরিয়া সার এবং জীপভর্তি করা ডিএপি এবং টিএসপি জাতের আরো ৩০ বস্তা সার। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে স্থানীয় জনতার সন্দেহ হলে প্রথমে জীপভর্তি সার এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সার ডিলারের গুদামে জব্দ করা হয় আরো ১৫০ বস্তা ইউরিয়া সার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বড় ভেওলা থেকে সারভর্তি একটি জীপ চিরিঙ্গা-জকরিয়া সড়কের বেতুয়া বাজার এলাকায় পৌঁছলে স্থানীয় জনতার সন্দেহ হয়। এ সময় জনতা সারভর্তি জীপটি আটকানোর পর চালককে জিজ্ঞাসাবাদ করলে চালক কোন সদোত্তর দিতে পারেননি। পরে জীপটি আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলামকে খবর দেন। পরে ইউএনও অকুস্থলে পৌঁছে সারভর্তি জীপ গাড়িটি জব্দ করেন এবং জীপটি থানায় প্রেরণ করেন।
এর পর স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সার ডিলার ছরওয়ার এন্ড সন্স এর গুদামে অভিযান চালান ইউএনও। এ সময় গুদামে অস্বাভাবিক সারের মজুদ দেখে প্রায় ১৫০ বস্তা সার জব্দ করেন। সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত জীপ গাড়িতে আনুমানিক ৩০ বস্তা সার ছিল। তন্মধ্যে ডিএপি এবং টিএসপি সার রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জীপভর্তি জব্দকৃত এসব সার বান্দরবানের লামায় পাচার হচ্ছিল। উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সার ডিলার ছরওয়ার এন্ড সন্স থেকে এসব সার জীপভর্তি করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম বলেন, ‘জনতার সন্দেহ হওয়ায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে এসব সার জব্দ করা হয়। তন্মধ্যে ৩০ বস্তা সারসহ আটককৃত জীপটি থানায় প্রেরণ করা হয়েছে। আর ডিলার ছরওয়ারের গুদামে মজুদ থাকা ১৫০ বস্তা সারও জব্দ করা হয়। আগামীকাল (আজ) এসব সারের স্বপক্ষে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’ ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।