১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

চকরিয়ায় গাড়ি চলাচলে চাঁদা আদায়ের জেরে শ্রমিকদের ওপর হামলা-সংর্ঘষ সড়ক অবরোধ


চকরিয়ায় মহাসড়কে গাড়ি চলাচলে চাঁদা আদায়ের ঘটনার জেরে হামলা ও সংঘর্ষে অন্তত ১৫জন শ্রমিক আহত হয়েছে। গতকাল শুক্রবার সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা বাজারে ঘটেছে এ সংঘর্ষের ঘটনা।
এদিকে হামলার প্রতিবাদে বেলা ১১টার দিকে বিক্ষুদ্ধ পরিবহন শ্রমিকরা মহাসড়কের চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করলে প্রায় তিনঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগের শিকার হন কক্সবাজার ও চট্টগ্রামী যাত্রীরা।
বিক্ষুদ্ধ শ্রমিকরা দাবি করেছেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে শ্রমিক কল্যান ও মালিক সমিতির নাম ভাঙ্গিয়ে একটি চক্র গাড়ি চলাচলে চালকদের জিন্মি করে চাঁদা আদায় করে আসছিলেন। শুক্রবার সকালে শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন শ্রমিক নেতা বিষয়টি জানতে পেরে ডুলাহাজারা বাজারে গেলে চাঁদা আদায়ে জড়িতরা উল্টো শ্রমিক নেতাদের ওপর হামলার চেষ্টা করে।
এ সময় হামলাকারীদের মারধরে অন্তত ১৫জন শ্রমিক আহত হন। তাঁরা হলেন মো. ইয়াছিন (১৯), সাকিবুল ইসলাম (২৮), মো. আনোয়ার (২২), বশির আহমদ (২৬), নজিবুল ইসলাম (৫৫), হেলাল উদ্দিন (৩২), মো. পুতু (৩৫), কামাল উদ্দিন (৩৮), জামাল হোসেন (২১), জিয়াবুল হক (২৪) ও গিয়াস উদ্দিন (৩২)। আহত এসব শ্রমিককে চকরিয়া উপজেলা হাসপাতাল এবং স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্য আহতের নাম পরিচয় তাৎক্ষনিক সনাক্ত করা যায়নি।
চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম বলেন, তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। তবে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।