বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল।
শুক্রবার সকালে উপজেলার ঘুনধুম ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করেন তিনি।
এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তুষার কান্তি দে (২৪) নামের ওই পুলিশ সদস্যের।
নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মুনির হোসেন জানান, সকাল দশটার দিকে তার নিজ বন্দুকের গুলিতে ঘুনধুম পুলিশ ফাঁড়িতে আত্বহত্যার চেষ্টা করেন তুষার। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায়।
তিনি জানান, কি কারণে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কিংবা প্রেমের কারণে হতে পারে এই ঘটনা ঘটতে পারে।
মুনির হোসেন জানান, তিনি নিজের মাথায় নিজ বন্দুক দিয়ে গুলি চালান। মাথায় গুলি লাগার পরপরই কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।