১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ মাঘ, ১৪৩২ | ১২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

গুরুতর আহত সাংবাদিক সেলিম-সাগরের শারীরিক অবস্থার অবনতি

কক্সবাজারের রামুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক নুরুল ইসলাম সেলিম ও আবুল কাশেম সাগরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এদের দু’জনকে কক্সবাজার সদর হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ওই সাংবাদিকদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম এবং রামু প্রেস ক্লাবের সদস্য, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর চিহ্নিত সন্ত্রাসী রাজা মিয়া বাহিনীর হামলায় গুরুতর আহত হন।
গুরুতর আহত সাংবাদিক নুরুল ইসলাম সেলিম জানান, শনিবার সকালে আমি ও সহকর্র্মী সাগর দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ায় সংবাদ সংগ্রহে যাই। পানেরছড়ায় অবস্থানকালে রাজা মিয়ার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা আমি ও সহকর্মী কাশেমকে বিভিন্ন ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে অমানবিকভাবে মারধর করে। ফলে আমার ও কাশেমের বাম হাত ভেঙ্গে যায়।
সাংবাদিক আবুল কাশেম সাগর জানান, রাজা মিয়া ও তার সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে ক্ষান্ত হননি। তারা আমাদের দু’টি মোটর সাইকেল, নগদ টাকা, ক্যামেরা, স্বর্ণের আংটি এবং মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে।
সাংবাদিক সেলিম ও সাগরের উপর হামলাকারী সন্ত্রাসী রাজা মিয়া ও তার বাহিনীর সদস্যদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিক নেতারা।
এদিকে, শনিবার সকাল থেকে গুরুতর আহত দুই সাংবাদিককে দেখতে হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।