২৮ অক্টোবর, ২০২৫ | ১২ কার্তিক, ১৪৩২ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

খুরুশকুলে ১৫৬ হাফেজের মাকে রত্নাগর্ভা সম্মাননা


একই পরিবারের তিনজন হাফেজ রয়েছে এমন মাকে ‘রত্নাগর্ভা’ হিসেবে বিবেচনায় নিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। কক্সবাজার ও রামু এলাকার ১৫৬ জন হাফেজে কুরআনের ৫২ জন রতœাগর্ভা মাকে বিরল এ সম্মাননা প্রদান করেন খুরুশকুল রুহুল্লার ডেইল তালিমুল কুরআন মাদরাসা, হিফজখানা ও এতিমখানা। ২৫ মার্চ রবিবার মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিলে এ সম্মাননা প্রদান করা হয়।
গর্বিত এসব মায়েদের জন্য ক্রেষ্ট ও উপহার সামগ্রী তাদের সন্তানদের হাতে তুলে দেন বিশ্বসেরা হাফেজে কুরআন মোহাম্মদ যাকারিয়া। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, খুরুশকুল ইউপির সাবেক চেয়ারম্যার মাষ্টার আবদুর রহিম, খুরুশকুল ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম কাজল, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক, কক্সবাজার বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন, বদর মোকাম মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ ফরাজী, মক্কা প্রবাসী জাবালুন নুরের শাইখ হাফেজ মাওলানা তৈয়ব তাহের, হাফেজ যাকারিয়ার গর্বিত পিতা হাফেজ মাওলানা ফয়জুল্লাহ, দৈনিক ইনকিলাবের কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক ও ডিসকভার কক্স’র পরিচালক সাংবাদিক আবদুল্লাহ নয়ন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন রুহুল্লার ডেইল তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলী হায়দার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলন, রতœাগর্ভা অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য হাফেজ মোহাম্মদ ফারুক, মাওলানা জয়নাল আবেদীন তৌহিদ, হাফেজ মাওলানা মামুনুর রশীদ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আবদুল আ’লা, হাজি নুরুল ইসলাম, শামসুল আলম, আবদুল জলিল, সৈয়দুল আলম, আবুল খায়ের প্রমুখ।
এডভোকেট আবদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ শিল্পী রিয়াদ হায়দার। পরে ঐশীগ্রন্থ আল-কুরআন তিলাওয়াত করেন হাজার হাজার দর্শককে হৃদয় ভরিয়ে দেন বিশ্বসেরা হাফেজে কুরআন বাংলাদেশের অহংকার হাফেজ যাকারিয়া।
অনুষ্ঠানের একাংশ সঞ্চালনা করেন ওয়াপদা জামে মসজিদের খতিব এডভোকেট হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।