১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

খুনিয়াপালং এ ইয়াবাসহ আটক মোস্তাকের ঘটনায় পৃথক দুই মামলা

রামু উপজেলা খুনিয়াপালং পূর্ব গোয়ালিয়া এলাকা থেকে ইয়াবাসহ মোস্তাক আহমদকে আটকের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আব্বাস বাদি হয়ে রামু থানায় মামলা দুইটি দায়ের করেন। একটি মামলায় ইয়াবা উদ্ধারের ঘটনায় মোস্তাককে আসামি করা হয়েছে। অপর মামলায় মনছুর আলমকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে সরকারি কাজে বাধার কথা উল্লেখ করে মামলাটি দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার আবুল হোসেন মামলা দায়ের বিষয়টি স্বীকার করেন।
প্রসঙ্গত: রামু থানাধীন পূর্ব গোয়ালিস্থ নিজ বাড়ীর সামনে থেকে উখিয়া সার্কেল এ,এস,পি জসিম উদ্দিন মজুমদার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ মোস্তাক আহামদ(৩৫) ৯ হাজার পিস ইয়াবা ও ৭৫ গ্রাম ভাঙ্গা ইয়াবা সহ আটক করে। তাহাকে আটকের পর ৫০/৬০ জন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি করিয়া ও ইট পাটকেল নিক্ষেপ করিয়া তাহাকে ছাড়িয়া নিতে চায়। পুলিশ ও পাল্টা গুলি করে। পুলিশ মোট ১২ রাউন্ড গুলি ও লাঠি চার্জ করিলে সন্ত্রাসীরা পালাইয়া যায়। আসামীরা পুলিশের সাথে আধা ঘন্টা গুলি করে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় ডিবি কং/৬৪৮ দুলাল হোসেন ও কং/১১০৫ মোঃ শরীফ উদ্দিন সামান্য আহত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।