গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় সচিব ড.প্রশান্ত কুমার রায় বলেছেন,বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার গ্রামীণ জনপথের কল্যাণে কাজ করে যাচ্ছেন।জননেত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া প্রকল্প একটি বাড়ী একটি খামার অসহায় মানুষের কল্যাণে কাজ করছে।বর্তমানে দারিদ্র্যতা কমে ১৪ ভাগে চলে এসেছে।তাই ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিকল্প নাই।তিনি আরো বলেন, এই প্রকল্পের আওতায় বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বে সারাদেশে ১ কোটি ১০ লক্ষ অসহায় মানুষ উপকৃত হচ্ছে। ২৬ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১ টায় একটি বাড়ি একটি খামার প্রকল্প ও উপজেলা সঞ্চয় ব্যাংকের উদ্যোগে আয়োজিত উপজেলা পাবলিক হলে প্রকল্পের সভাপতি ও ম্যানেজারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপ-পরিচালক( যুগ্ন সচিব) প্রণব কুমার ঘোষ।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুল আবছার,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি( বিআরডিবি)র নব নির্বাচিত চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাস পরিচালানা কমিটির সভাপতি,চরম্বা জামেউল উলুম মাদ্রাসার সভাপতি সমাজকর্মী আরমান বাবু রুমেল।অনুষ্টানে স্বাগত বক্তব্যে রাখেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তা বিশ্বজিৎ ভট্টাচার্য্য।অনুষ্টান সঞ্চালনা করেন শিক্ষিকা মিসেস লায়লা বিলকিস।অনুষ্টানের পুর্বে একটি বাড়ি একটি খামারের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় সচিব ড.প্রশান্ত কুমার রায় ও অন্যান্য অতিথিবৃন্দরা।অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।