২২ জুলাই, ২০২৫ | ৭ শ্রাবণ, ১৪৩২ | ২৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হলেন কক্সবাজারের মুজাহিদুল হক সৌরভ

কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ মুজাহিদুল হক সৌরভ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২৮ এপ্রিল শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মুজাহিদুল হক সৌরভ কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সদস্য হিসেবে রংপুর বিভাগের দিনাজপুর জেলার সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
সৌরভ হাই স্কুল থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সালাহ উদ্দিন-হেলাল উদ্দিন কমিটির কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ও আলী আহমদ-আবু তাহের আজাদ কমিটির কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-আইন সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া সৃজনশীল বিভিন্ন কর্মকান্ডেও জড়িত ছিল এ বঙ্গবন্ধুর সৈনিক। ল’ ইনষ্টিটিউট শাখা ছাত্রলীগের ব্যানারে ‘চেতনা (মার্চ ২০১৪)’, ঢাকা আইন কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে ‘মুখের বুলি (ফেব্রুয়ারি ২০১৫)’ এবং ঢাকা আইন কলেজ শাখা ছাত্রলীগের বানারে ‘চেতনার মার্চ (মার্চ ২০১৫)’ সাময়িকীতে সম্পাদনার দায়িত্বে ছিলেন। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি ও স্বাধীন হওয়ার প্রক্রিয়া এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর কোর্টে রাষ্ট্রদ্রোহী মামলার বাদীও এই ছাত্রনেতা।
মুজাহিদুল হক সৌরভ মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য একরামুল হক চৌধুরী ও মহেশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার দম্পতির ছেলে। এছাড়া তাঁর নানা মরহুম এডভোকেট ফয়জুল করিম মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান সরকার কর্তৃক মহেশখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামী এবং দাদা মরহুম আলহাজ্ব দলিলুর রহমান বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।