৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১৫ আশ্বিন, ১৪৩২ | ৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

কৃষি ব্যাংক বাইশারী শাখায় বয়স্কদের মাঝে ভাতা বিতরণ করলেন আঞ্চলিক ব্যবস্থাপক


বাংলাদেশ কৃষি ব্যাংক বাইশারী শাখায় উপকারভোগী বয়স্কদের মাঝে ভাতার নগদ টাকা বিতরণ করেছেন বান্দরবানের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আশরাফুল আলম।
৩ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় কৃষি ব্যাংক বাইশারী শাখায় উপস্থিত থেকে তিনি শতাধিক উপকারভোগীদের মাঝে নগদ টাকা প্রদান করেন।
বয়স্ক ভাতা বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল আলম ব্যাংকে কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, শুধু বয়স্ক ভাতা নয়, কৃষি ব্যাংক থেকে সকল গ্রাহক যেন, সঠিক সুবিধা পায় এবং কোন ধরনের হয়রানির শিকার না হয়, সে দিকে লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহন এবং প্রদানকালীন সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাছাড়া সঠিক সময়ে যেন, গ্রহীতারা ঋণ আদায় করে সে বিষয়ে গ্রহীতাদের তাগিদ দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক বাইশারী শাখা ব্যবস্থাপক মো: আনোয়ার কামাল, আঞ্চলিক কর্মকর্তা সুবিমল বিকাশ তংচংগ্যা, সেকেন্ড অফিসার রুৎফুল কুমার বড়ুয়া, ক্যাশ অফিসার শ্রী জয়ধন আচার্য্য, পরিদর্শক মোহাম্মদ সাঈদ মিয়া, দপ্তরী এখলাছুর রহমান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।