১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় এক নারীর স্বত্ব দখলীয় জমি দখলে নিতে ভোর রাতে একদল চিহ্নিত দূর্বৃত্ত কর্তৃক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে।

অভিযোগে জানানো হয়েছে, হামলাকারিরা জমির দেখভালের দায়িত্বে নিরাপত্তা কর্মিদের মারধর, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। একই সঙ্গে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে আতংক তৈরি করা হয়।

ঘটনায় আহত হয়েছে ৩ জন। হামলাকালে থেকে এক ভাড়াটে চিহ্নিত এক সন্ত্রাসীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রবিবার ভোর রাত ৪ টার দিকে কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ ঝাউতলা এলাকার সৈকত মাকের্ট লাগোয়া পশ্চিমের জমিতে এ ঘটনা ঘটে।

এ নিয়ে জমির মালিক মৃত সামশুল হুদার স্ত্রী আনোয়ারা বেগম বাদি হয়েছে ৭ জনের উল্লেখ করে কক্সবাজার সদর থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহারে প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিন আফসেল (৪৩) কক্সবাজার জেলা কৃষকদলের আহবায়ক পরিচয়ে এ হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত অন্যরা হলেন, ইমতিয়াজ ইমরান (২১), আহমদ হোছন প্রকাশ গুরা মিয়া (৪৩), জাফর আলম (৪৮), আসাদ উল হক সানি (৪২), জুলফিকার আলী (৪৪), সমর চন্দ্র দেবনাথ (৪৪)। এছাড়া এজাহারে আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেছেন, বিএস ২৭২ নম্বর খতিয়ানভূক্ত জমির মালিক বাদীর স্বামী মৃত সামশুল হুদা। স্বামীর মৃত্যুর পর তিনি উত্তরাধিকার সূত্রে খতিয়ানভূক্ত ওই জমির স্বত্ববান। অভিযুক্তরা এই স্বত্ব দখলীয় জমির সন্ত্রাসী কায়দায় পেশী শক্তি প্রয়োগ করে দখলের চেষ্টার পাশাপাশি সন্তানসহ স্বজনদের জনসম্মুখে একাধিকবার হত্যারও হুমকি প্রদান করে। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদও প্রকাশিত হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, এরই ধারাবাহিকতায় রবিবার ভোর রাতে অবৈধ আগ্নেয়াস্ত্র, দা, কুড়াল, শাবল, হাতুড়ী নিয়ে গিয়াস উদ্দিন আফসেলের নেতৃত্বে জমি দখলের চেষ্টায় হামলা চালায় দূর্বৃত্তরা।

এসময় কেয়ারটেকার ভিকটিম মো. নয়ন, শ্রমিক নেছার ও হৃদয়কে জিম্মি করে জমি জবর দখল করার অপচেষ্টা করে। এতে হামলাকারিরা তিনজনকে মারধর করে আহত করে। যেখানে দুই জন গুরুতর আহত হয়। হামলাকারিরা জমিতে স্থিত দেওয়াল ভাংচুর, টিনের ঘেরা বেড়া ভেঙ্গে দিয়ে মালামাল লুট করা হয়।

পরে খবর পেয়ে বাদী তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলে গেলে ফাঁকা গুলি বর্ষণ করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারিরা। এসময় ভাড়াটে সন্ত্রাসী শাহিন পারভেজ হোচট খেয়ে পড়ে গেলে বাদী ও ঘটনাস্থলে উপস্থিত লোকজন ধৃত করে পুলিশকে সোপর্দ করেন।

হামলায় জড়িতরা এখন বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার জন্য হুমকি ধমকি দিচ্ছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার বাদির ছেলে ওমর ফারুক হুদা জানান, গিয়াস উদ্দিন আফসেল ও সমর চন্দ্র দেবনাথ ইতিমধ্যে জমি দখলের অপচেষ্টার প্রকাশ্যে ঘোষণা শোনে সংবাদ সম্মেলন করেছিলেন। যা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। একই সঙ্গে শুক্রবার মাইকে ১৯ মামলার ওয়ারেন্টের আসামী আহমদ হোসেন প্রকাশ গুরা মিয়া প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল। তাও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, বিষয়টি তিনি অবহিত আছেন। এজাহার হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিন আফসেলের সাথে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে।

##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।