আবুল কাশেম, কুতুবদিয়া : ১৫ অক্টোবর রবিবার
ভোরে কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে পেকুয়ার মগনামা উপকূল হতে ৬টি বিহিন্দি জাল জব্দ করেছে কুতুবদিয়া মৎস্য অধিদপ্তর।পরে জব্দকৃত জালগুলো বড়ঘোপ ঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত “ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৭” বাস্তবায়নে কুতুবদিয়া উপজেলা প্রশাসন,বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক জোর তৎপরতা অব্যাহত রয়েছে। অন্যদিকে এ বছর জেলেরা সাগরে মাছধরা বন্ধ থাকা সময়ের জন্য সরকারিভাবে এখনো কোন আর্থিক বা খাদ্য সহায়তা পায়নি। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, কুতুবদিয়ায় ৮৪৫৯ জন নিবন্ধিত জেলে রয়েছে। এদের প্রত্যেকেই যেন খাদ্য সহায়তা পায় সে জন্য ইতোমধ্যে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।