১ নভেম্বর, ২০২৫ | ১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কিশলয় স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র মিজান নিখোঁজ

স্কুলে যাওয়ার পথে গত মঙলবার নিখোঁজ হয়েছে মিজান নামের এক স্কুল ছাত্র। নিখোঁজের ৩দিন পরও নানা জায়গায় খোঁজ করে না পেয়ে গত বুধবার চকরিয়া থানায় নিখোঁজ ডায়রী করেছেন শিক্ষার্থীর মা। অপহরণকারী চক্রের হাতে পড়ার সন্দেহে পরিবারে চরম উৎকন্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মিজানুর রহমান (১০)। সে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড় পূর্ব নয়াপাড়ার প্রবাসী হাজী মো:ইসলাম ও গৃহিনী খালেদা বেগমের একমাত্র পুত্র এবং কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৩য় শ্রেণীর ছাত্র। তার নিখোঁজের বিষয়ে মা সাধারণ ডায়রী করেন। যার নং-১১৯৯/২৬-৭-২০১৭ ইং।
নিখোঁজের মা খালেদা বেগম নিখোঁজ ডায়রিতে উল্লেখ করেন, ইউনিয়নের পূর্ব নয়াপাড়া থেকে সকালে অন্য সহপাঠিদের সাথে স্কুলে যায় মিজান। প্রতিদিনের মতো গত মঙলবার সকাল ৮টার দিকে স্কুল ড্রেসের সবুজ শার্ট-প্যান্ট এর সাথে কেডস্ পড়েই স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সে। ঐদিন সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। ৪ ফুট উচ্চতার মুখমন্ডল গোলাকার গড়নের ফর্সা মিজান চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে কেউ কোথাও দেখে থাকলে ০১৮২৫-৭৪১৮৬০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি। এদিকে ৩দিন ধরে মিজান নিখোঁজ হওয়ায় পরিবার জুড়ে হতাশা ও আতংক বিরাজ করছে। সে কোন অপহরণকারী চক্রের হাতে পড়েছে কিনা এনিয়েই চরম দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই। একমাত্র ছেলে নিখোঁজ হওয়ায় মা খালেদা বেগম নাওয়া খাওয়া বন্দ করে দিয়েছেন। তিনি ছেলেকে ফিরিয়ে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।