৩০ অক্টোবর, ২০২৫ | ১৪ কার্তিক, ১৪৩২ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কিশলয় স্কুলের ছাত্র নিখোঁজ মিজানকে পাওয়া গেছে

গত ২৫ জুলাই স্কুলে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমানকে গতকাল সোমবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টা ১৫মিনিটে পাওয়া গেছে। নিখোঁজের ৬দিন পর চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া মহাসড়কের টিনের দোকান নামক এলাকা থেকে তাকে স্থানীয়রা উদ্বার করেন। সে ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়ার প্রবাসী হাজী মো: ইসলাম-গৃহিনী খালেদা বেগমের একমাত্র পুত্র এবং কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৩য় শ্রেণীর ছাত্র। তার নিখোঁজের পরদিন মা খালেদা বেগম চকরিয়া থানায় সাধারণ ডায়রী করেন।
মিজানের মা খালেদা জানায়, ইউনিয়নের পূর্ব নয়াপাড়া থেকে সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়কের টিনের দোকান নামক এলাকা থেকে চট্রগ্রামগামী কালো গ্লাসের নোহা গাড়ি মিজানকে স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ঐদিন সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি।
মিজান জানায়, অপহরণকারীরা তাকে সারাদিন অন্ধকার ঘরে বেধেঁ রাখতেন। কোন খাবার না দিয়ে করা হতো মারধর। তার কান্নাকাটিতে একপর্যায়ে অপহরণকারীরা একই গাড়িতে করে সোমবার রাত সাড়ে ৯টা ১৫মিনিটের সময় বর্ণিত স্থানে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা উদ্বার করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। অপহরণকারী কারা জানতে চাইলে মিজান জানায়, তারা ৩জন, তৎমধ্যে ২ জন নারী ছিলেন। তবে কাউকে সে চিনতে পারেনি। এদিকে ৬দিন ধরে মিজান নিখোঁজ হওয়ায় পরিবার জুড়ে নেমে আসে হতাশা ও আতংক। একমাত্র ছেলেকে ফিরে পেয়ে মা খালেদা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।