
গত ২৫ জুলাই স্কুলে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমানকে গতকাল সোমবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টা ১৫মিনিটে পাওয়া গেছে। নিখোঁজের ৬দিন পর চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া মহাসড়কের টিনের দোকান নামক এলাকা থেকে তাকে স্থানীয়রা উদ্বার করেন। সে ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়ার প্রবাসী হাজী মো: ইসলাম-গৃহিনী খালেদা বেগমের একমাত্র পুত্র এবং কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৩য় শ্রেণীর ছাত্র। তার নিখোঁজের পরদিন মা খালেদা বেগম চকরিয়া থানায় সাধারণ ডায়রী করেন।
মিজানের মা খালেদা জানায়, ইউনিয়নের পূর্ব নয়াপাড়া থেকে সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়কের টিনের দোকান নামক এলাকা থেকে চট্রগ্রামগামী কালো গ্লাসের নোহা গাড়ি মিজানকে স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ঐদিন সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি।
মিজান জানায়, অপহরণকারীরা তাকে সারাদিন অন্ধকার ঘরে বেধেঁ রাখতেন। কোন খাবার না দিয়ে করা হতো মারধর। তার কান্নাকাটিতে একপর্যায়ে অপহরণকারীরা একই গাড়িতে করে সোমবার রাত সাড়ে ৯টা ১৫মিনিটের সময় বর্ণিত স্থানে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা উদ্বার করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। অপহরণকারী কারা জানতে চাইলে মিজান জানায়, তারা ৩জন, তৎমধ্যে ২ জন নারী ছিলেন। তবে কাউকে সে চিনতে পারেনি। এদিকে ৬দিন ধরে মিজান নিখোঁজ হওয়ায় পরিবার জুড়ে নেমে আসে হতাশা ও আতংক। একমাত্র ছেলেকে ফিরে পেয়ে মা খালেদা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।