১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

কাল থেকে শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা

প্রেস বিজ্ঞপ্তি : আর মাত্র বাকী একদিন। শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জেলাবাসীর আগ্রহ আর আনন্দের শিল্প ও বাণিজ্য মেলা। অন্যান্য বছরের চেয়ে এবছর নিত্য নতুন আঙ্গিকে এবং ঢাকার আর্ন্তজাতিক বাণিজ্য মেলার আদলে মেলার আয়োজন করেছে আয়োজক কমিটি। মেলাকে সামনে রেখে ইতোমধ্যে শেষ করা হয়েছে সব ধরণের প্রস্তুতি আর পর্যটক ও স্থানীয়দের হাতছানি দিয়ে ডাকছে মেলা প্রাঙ্গনে নানা রংয়ের তৈরি স্টল, প্যাভালিয়ন, দেশের নামকরা প্রতিষ্ঠান ও শিশুদের জন্য প্রস্তুত করা নানা প্রকারের বিনোদনের উপকরণগুলো। আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টায় কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশ্ববর্তী পর্যটন গলফ্ মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজনে ও কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রীজের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার সার্বিক তত্ত্বাবধায় রিয়াজ হোসেন জানান-এবারের মেলায় মোট ১০৬টি স্টল ও ১৫টির মত প্যাভিলিয়ন রয়েছে। তাছাড়া দেশের খ্যাতনামা আর.এফ.এল, রাজশাহী সিল্ক, হোমডেস্ক, কিয়াম, নোহা, চায়না বাংলার ঐতিহ্যবাহি প্রতিষ্টানও মেলায় রয়েছে। তাছাড়া শিশুসহ সকলের বিনোদনের জন্য রয়েছে নৌকা, জাদু প্রদর্শনী, সার্কাস, নাগর দৌলা, ট্রেন, এসএস শিশু পার্ক (দুবাই বেলুন)সহ নানা প্রকারের বিনোদনের ব্যবস্থা। রুচিশীল খাবার হিসেবে থাকছে ঢাকা চটপটী, মামা হালিম, ইজা ড্রাইড। এছাড়া রয়েছে দেশের নামকরা প্রতিষ্ঠানের পাঞ্জাবী, নানা ধরণের ফ্যাশন সরঞ্জামাদি, জুয়েলারি সামগ্রী, শার্ট, ব্লেজার। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সালাউদ্দিন সেতু, প্রধান সমন্বয়ক সাহেদ আলী সাহেদ ও নাছির উদ্দিন জানান-অন্যান্য বছরের চেয়ে এবছর ভিন্ন আঙ্গিকে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। দেশের নামকরা প্রতিষ্ঠানের অংশগ্রহণ আর নানা বিনোদনের ব্যবস্থা পাশাপাশি পর্যটন শহরকে (মেলার ভিতরের অংশ) নানা ভাবে ফুটিয়ে তোলার জন্য স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন ব্রীজ। ব্রীজের পুরো অংশকেই নানা রংয়ের বাতি দিয়ে সজ্জিত করা হবে। মেলাকে যাতে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করা যায় সেজন্য প্রশাসন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।