১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কাল থেকে শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা

প্রেস বিজ্ঞপ্তি : আর মাত্র বাকী একদিন। শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জেলাবাসীর আগ্রহ আর আনন্দের শিল্প ও বাণিজ্য মেলা। অন্যান্য বছরের চেয়ে এবছর নিত্য নতুন আঙ্গিকে এবং ঢাকার আর্ন্তজাতিক বাণিজ্য মেলার আদলে মেলার আয়োজন করেছে আয়োজক কমিটি। মেলাকে সামনে রেখে ইতোমধ্যে শেষ করা হয়েছে সব ধরণের প্রস্তুতি আর পর্যটক ও স্থানীয়দের হাতছানি দিয়ে ডাকছে মেলা প্রাঙ্গনে নানা রংয়ের তৈরি স্টল, প্যাভালিয়ন, দেশের নামকরা প্রতিষ্ঠান ও শিশুদের জন্য প্রস্তুত করা নানা প্রকারের বিনোদনের উপকরণগুলো। আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টায় কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশ্ববর্তী পর্যটন গলফ্ মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজনে ও কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রীজের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার সার্বিক তত্ত্বাবধায় রিয়াজ হোসেন জানান-এবারের মেলায় মোট ১০৬টি স্টল ও ১৫টির মত প্যাভিলিয়ন রয়েছে। তাছাড়া দেশের খ্যাতনামা আর.এফ.এল, রাজশাহী সিল্ক, হোমডেস্ক, কিয়াম, নোহা, চায়না বাংলার ঐতিহ্যবাহি প্রতিষ্টানও মেলায় রয়েছে। তাছাড়া শিশুসহ সকলের বিনোদনের জন্য রয়েছে নৌকা, জাদু প্রদর্শনী, সার্কাস, নাগর দৌলা, ট্রেন, এসএস শিশু পার্ক (দুবাই বেলুন)সহ নানা প্রকারের বিনোদনের ব্যবস্থা। রুচিশীল খাবার হিসেবে থাকছে ঢাকা চটপটী, মামা হালিম, ইজা ড্রাইড। এছাড়া রয়েছে দেশের নামকরা প্রতিষ্ঠানের পাঞ্জাবী, নানা ধরণের ফ্যাশন সরঞ্জামাদি, জুয়েলারি সামগ্রী, শার্ট, ব্লেজার। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সালাউদ্দিন সেতু, প্রধান সমন্বয়ক সাহেদ আলী সাহেদ ও নাছির উদ্দিন জানান-অন্যান্য বছরের চেয়ে এবছর ভিন্ন আঙ্গিকে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। দেশের নামকরা প্রতিষ্ঠানের অংশগ্রহণ আর নানা বিনোদনের ব্যবস্থা পাশাপাশি পর্যটন শহরকে (মেলার ভিতরের অংশ) নানা ভাবে ফুটিয়ে তোলার জন্য স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন ব্রীজ। ব্রীজের পুরো অংশকেই নানা রংয়ের বাতি দিয়ে সজ্জিত করা হবে। মেলাকে যাতে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করা যায় সেজন্য প্রশাসন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।