১৮ অক্টোবর, ২০২৫ | ২ কার্তিক, ১৪৩২ | ২৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৮ জনের প্রাণহানি

জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলাপায়খানায় ২৪ দিনে দেশের বিভিন্ন স্থানে ২৩৪ জন মারা গেছেন। এর মধ্যে মঙ্গল ও বুধবার মারা যান আটজন। তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে বুধবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে দু’জন মারা গেছেন। সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ফুলবাড়িয়া উপজেলার একজন দু’দিন আগে নিউমোনিয়া নিয়ে এসকে হাসপাতালে ভর্তি হন এবং গাজীপুর জেলার মাওনা থেকে অপরজনকে বুধবার সকালে আইসোলেশনে ভর্তি করা হয়। দুপুরে মারা যান এই দুজন।

রাজশাহী : বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে সর্দি, জ্বর, ডায়েরিয়া ও শ্বাসকষ্ট নিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান। খবর পেয়ে মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টায় তার মৃত্যু হয়। তিনি কিডনি রোগ এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। তার শরীরে করোনাভাইরাস আছে কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের আইসোলেশন ইউনিটের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্র নাথ বলেন, ওই ব্যক্তির বাড়ি ফুলতলা উপজেলায়।

বালিয়াকান্দি (রাজবাড়ী) : বালিয়াকান্দি উপজেলার চষাবিলা গ্রামে করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে মারা গেছেন এক ব্যক্তি। জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। বুধবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের এক ব্যক্তি করোনা উপর্সগে মারা গেছেন। বুধবার দুপুরে সিলেটের শহীদ সামছুউদ্দিন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু রায় যুগান্তরকে বলেন, তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মেহেরপুর : করোনা উপসর্গ নিয়ে বুধবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি মুজিবনগর উপজেলার ভবরপাড়ায়। মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন জানান, তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভোলা : ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণ বমি, পাতলাপায়খানা ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে। মঙ্গলবার রাতে মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে বলে জানান ভোলা সদর হাসপাতালের আবাসিক ডাক্তার তৌয়বুর রহমান। এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের নির্দেশে জেলা সদরের পশ্চিম ইলিশার ৩নং ওয়ার্ডে তিনটি বাড়ি ও বাপ্তা এলাকার দুটি বাড়ি লকডাউন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

সূত্রঃ যুগান্তর

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।