১৩ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | ২১ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কমছে স্বর্ণের দাম

photo-1479055096দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দেড় হাজার টাকা কমানো হয়েছে। আগামীকাল সোমবার থেকেই নতুন মূল্য তালিকা কার্যকর হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের নতুন মূল্যতালিকায় ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ৪৬ হাজার ৮৮৯ টাকা। বর্তমান বাজারে এর দাম ভরিপ্রতি ৪৮ হাজার ৩৪৭ টাকা। প্রতি ভরিতে এক হাজার ৪৫৮ টাকা দাম কমানো হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৪৪ হাজার ৬৭৩ টাকা করা হয়েছে। বর্তমান বাজারে এর দাম ভরিপ্রতি ৪৬ হাজার ১৮৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩৯ হাজার ৫৯৯ টাকা থেকে কমিয়ে ৩৮ হাজার ৪৯১ টাকা করা হয়েছে। প্রতি ভরিতে এক হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৭ টাকা কমানো হয়েছে। বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ২৭ হাজার ৫২৭ টাকা যা আগামীকাল থেকে ২৬ হাজার ১০ টাকা দরে বিক্রি হবে।
অন্যদিকে রুপার দাম কমিয়ে ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকা। বর্তমানে বাজারে প্রতি ভরি রুপা এক হাজার ২২৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ভরিতে ২৯১ টাকা কমানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান এনটিভি অনলাইনকে বলেন, বহির্বিশ্বে স্বর্ণের দাম কমায় দেশীয় বাজারে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামীকাল থেকে কার্যকর হবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।