২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কচ্ছপিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহেল সিকদারের দৃষ্টান্ত

হাফিজুল ইসলাম চৌধুরী : শীতের পদধ্বনি সর্বত্র। অল্প কিছুদিনের মধ্যেই জেকে বসবে শীত। পাহাড়ঘেরা রামুর পূর্বাঞ্চলে রাতে এখন নেমে আসে শীতের হিম বাতাস। হিম বাতাসে অসহায় পরিবারের শিশুরা থাকছে উদোম শরীরে। তাদের এই কষ্ট দূর করতে চান কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল।
এই লক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেলে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্তত অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। শীতের শুরুতে শিশুরা বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি। শীতবস্ত্র পাওয়া শুধু শিশুরা নয়, তাদের অভিভাবকেরাও খুশি হয়েছেন।
১ নম্বর গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কুলসুমা আক্তার পেয়েছেন নতুন জ্যাকেট। কুলসুমা বললেন, এই জ্যাকেট পাওয়াতে এখন সকাল সকাল বিদ্যালয়ে যেতে পারবেন। সোহেল সিকদারের কাছে তারা কৃতজ্ঞ। ডাকভাঙলো চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে সোহেল সিকদারের উদ্যোগেই কচ্ছপিয়া ইউনিয়নে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশালকার কেক কাটা হয়। এসময় নেতাকর্মীদের ঢল নামে। কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদার ঘোষণা দেন-অসহায় মানুষের পাশে তিনি আমৃত্যু দাঁড়াবেন।
অনুষ্ঠানে কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু আয়ুব আনছারি, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ুন কবির, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লবা কর্মকার, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আবু তালেব, সৈনিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিশাদ, যুবলীগনেতা মালেক, বেলাল, আবদুল্লাহ, সোলাল দাশ, সেলিম, ছালেহ আহমদ, হেলাল, অলি আহমদ, জাহাঙ্গীর, ছাত্রলীগনেতা সাহাব উদ্দিন, ইকবাল হোসাইন, শ্রমিকলীগ নেতা আনিস খান প্রমূখ বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।