১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সাজারের অামিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

picsart_1481292991573
সবাই মিলে গড়ব দেশ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ। আসুন, দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই। এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গত কাল কক্সবাজারেও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে যথাযথ মর্যদায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। কক্সবাজার শহরের মধ্য টেকপাড়াস্থ আমিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এড. মোঃ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম-২, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) সৈয়দ আহমদ ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিনুর ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইয়া আফরোজ। আমিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র শীলের সঞ্চালনায় পরিচালিত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিটের কমন্ডার ও জেলা দূর্নীত প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, শুভেচ্ছ বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ, সিনিয়র সদস্য নুরুল আমিন সিদ্দিক (সাংবাদিক), আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিনা কাশেম পান্না ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মঞ্জুর আলম আল আযাদ। সভায় প্রধান ও বিশেষ অতিথি ও আলোচক তাদের বক্তব্যে বলেন দূর্নীতি যারা করে তারা এ দেশের মানুষের জন্য উন্নয়ন করতে পারে না। কিন্তু যারা দূর্নীতি করে না তারা দেশ ও জাতির উন্নয়ন সমৃদ্ধির স্বর্ণদ্বার খোলে দিতে পারে। তারই স্বাক্ষর রেখেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও সফল উন্নয়ন বান্ধব নেত্রী শেখ হাসিনা দূর্নীতি করে না বিধায় দেশে বিশাল আর্থিক ব্যয়ে পদ্মা সেতুসহ বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। এ হচ্ছে দূর্নীতিমুক্ত দেশ পরিচালনার স্বাক্ষর। গত সকালে মতবিনিময় সভার পূর্বে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে টেকপাড়ার প্রধান সড়কে র‌্যালিসহ মানবনন্ধন কর্মসূচি পালন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।