
পর্যটন নগরী কক্সবাজার থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন ও গণ সাক্ষর কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে মানববন্ধন করে ছাত্র শিক্ষক, পর্যটকসহ নানা পেশার মানুষ। এরপর সাদা রঙ্গের কাপড়ের উপর জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে নানা অভিমত লিখে সাক্ষর দেন তারা। বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণ সাক্ষর কর্মসূচী থেকে উচ্চারিত হয় জঙ্গিবাদকে ’না বলুন’। চলমান বিশ্বজুড়ে জঙ্গিবাদের শেঁকড় উতপাটন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষনা দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। তিনি বলেছেন, জঙ্গিবাদ গোটা বিশ^কে গ্রাস করে নিতে চায়। আর এই মানব হত্যাকারীরা বাংলাদেশকেও তাদের ঘাঁটি বানাতে নানা অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু শান্তিকামী ও বিপ্লবী বাঙ্গালী তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিতে সক্ষম। সভাপতি বলেন, তার জন্য দরকার সকলের ঐকবদ্ধ প্রতিবাদ ও সচেতনতা। তাই জন্য বাংলাদেশ ছাত্রলীগ গণসক্ষর কর্মসূচীর মধ্য দিয়ে জঙ্গিবাদীদের হুঁশিয়ার করে দিতে চায়, এদেশকে তারা পাকিস্তান আর আফগান, ফিলিস্তিন বানাতে দেবেনা।
এ সময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।