
আগামি ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার পুরনো এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। প্রতিষ্টাকাল থেকে শুরু করে সর্বোচ্চ সম্ভব ব্যাচের ছাত্রদের অংশগ্রহণমূলক উৎসব মুখর সার্বজনীন একটি আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্টিত হল গত সপ্তাহে।
নব্বই পরবর্তী ছাত্রদের উদ্যোগে পূনর্মিলনী আয়োজনের কয়েক দফা প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় গত ২৯ অক্টোবর ও ৩০ অক্টোবর স্কুল ক্যাম্পাসে। পুনর্বার স্বপ্নিল হবার প্রত্যাশা নিয়ে স্কুলের দিনগুলিকে ফিরে পাবার উচ্ছাসে বিভিন্ন ব্যাচের প্রাত্তন ছাত্ররা এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। এতে অনুষ্টানের কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
সভার প্রথমে, মাল্টিমিডিয়া প্রেসেন্টেশনে স্কুলের ইতিহাস ও আয়োজনের পটভূমি তুলে ধরা হয়।
পঁচিশে ডিসেম্বর রিইউনিয়ন কে সামনে রেখে ভিডিও ট্রেইলার উন্মোচন করা হয়েছে। সারাদিন ব্যপী মান সম্মত একটি আধুনিক অনুষ্টান উপস্থাপনের জন্য সবাই মতামত ব্যক্ত করেন।
রিইউনিয়নের উদ্যোক্তারা এ পর্যন্ত কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে পঞ্জাশ, ষাট, সত্তর, আশির দশকদের প্রাত্তন ছাত্রদের সংগে সাক্ষাত, প্রকাশনার জন্য ইতিহাস নির্ভর তথ্য সংকলন, ডিজিটাল ডকুমেন্টারি পরিকল্পনা ও স্পন্সর নীতি কৌশল সহ সার্বিক বিষয় উপস্থাপিত হয়।
সংশ্লিষ্ট যে কোন তথ্য ০১৬৭৫৮১১৬১১ / ০১৬১৫০০৫৩৬৮ নম্বরে অথবা facebook.com/groups/cghs.alumni/ এ পাওয়া যাবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।