৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

কক্সবাজার-রামুর হাজার হাজার ক্ষুদার্ত মানুষকে ভাত দিচ্ছেন এমপি কমল

mp kamol 2
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজার এবং রামু উপজেলার অধিকাংশ এলাকা থেকে পানি নামেনি। হাজারো মানুষ এখনো রান্না করে খেতে পারছেন না। ক্ষুদার্ত অবস্থায় তারা সাহায্যের দিকে তাকিয়ে আছেন। এসব অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ট্রাক ভর্তি রান্না করার খাবার গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে।
সোমবার (২৯ জুন) কক্সবাজার সদর ও রামুর বিভিন্ন স্থানে রান্না করা খাবার (ভাত) বিতরণ কালে তিনি এ কথা বলেন।
এমপি সাইমুম সরওয়ার কমল বলেন, সবচেয়ে অবাক ঘটনা হচ্ছে ২০১২ সালের ২৫ জুন এখানে ভয়াবহ বন্যা হয়েছিল। এবারও কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে ২৫ জুনই বন্যা হয়েছে। বন্যায় রাস্তাঘাটসহ সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে সহসায় সহায়তা পায়; এজন্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপুরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমপি সাইমুম সরওয়ার কমল সোমবার সারাদিন কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের উত্তর পাতলি, হিন্দু পাড়া, দক্ষিণ পাতলি, ঝিলংজা দরগাহ পাড়া, রামু উপজেলার পূর্ব রাজারকুল, হাজি পাড়া, দ্বীপ শ্রীকুল, দ্বীপ ফতেখাঁরকুল, চাকমারকুল ইউনিয়নের সিকদার পাড়া, শাহমদের পাড়া, শ্রীমুরাসহ বিভিন্ন স্থানে ভাত বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরাল হেলাল, সাংসদের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার শামসুল আলম, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য শাহদাদ হোসেন সাজু, রাজারকুল ইউনিয়ন পরিষদের মেম্বার স্বপন বড়–য়া, মফিজুল হক, সাবেক মেম্বার আলী হোসেন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল আমিন, ছৈয়দ নুর, আওয়ামীলীগ নেতা মনির আহমদ সওদাগর, জাফর আলম, জসিম উদ্দিন, রামু ব্যবসায়ি সমিতির সদস্য আজিজুল হক আজিজ, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী, সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ইউনুছ ও আজিম প্রমূখ।
এদিকে, সাংসদ সাইমুম সরওয়ার কমলের নিজ উদ্যোগে ট্রাকভর্তি রান্না করা খাবার (ভাতের ডেক) যেখানেই পৌঁছছে সেখানে শত শত নারী-পুরুষ ও শিশুর ঢল নামছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।