২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১ আশ্বিন, ১৪৩২ | ৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজারে শহীদ মিনারেই ‘জাতি সংঘে বাংলা’র দাবিতে সাড়া


বিশেষ প্রতিবেদক:
পৃথিবীর কোন জাতি তার মুখের ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন নজির নেই। কেবল বাঙ্গালীরাই মায়ের ভাষায় কথা বলতে অকাতরে বুকের তাজা রক্ত দিয়েছে। এসূত্র ধরেই স্বাধিকার আন্দোলনসহ আমাদের স্বাধীনতা সংগ্রাম। সব মিলিয়ে বাংলাদেশ তথা বাংলার ইতিহাস দারুণ ভাবে সমৃদ্ধ। কিন্তু ২০ বছর আগে ২১ ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিলেও রক্তে কেনা ভাষাটি আন্তর্জাতিকতার মর্যাদা পায়নি। ইতিহাস বিবেচনায় এটিকে আরো আগেই জাতিসংঘের দাপ্তরিক ভাষায় নথিভূক্ত করার কথাছিল। কিন্তু আমাদের রক্তদান অবমূল্যায়িত হয়েছে। এর প্রতিবাদে রাষ্ট্রীয় ভাবে আমাদের স্বোচ্ছার হবার কথা, হয়তো রাজনৈতিক দোলাচলে সেটা আমরা করতে পারিনি। একটি অনলাইন পোর্টাল হয়ে ‘জাগো নিউজ’ জাতীয় দাবিটাই তুলে ধরেছে। ভাষার মাসেই আজ শহীদ মিনারে এসে সে দাবির সাথে আমরা একাত্ম হতে পেরে গর্ববোধ করছি।

‘জাতিসংঘে বাংলা চাই’ সেøাগানে জাগোনিউজ২৪.কম’র চলমান ক্যাম্পেইনের অংশ হিসেবে কক্সবাজারে অনলাইন আবেদন উদ্বোধনীতে বক্তারা এসব কথা বলেছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ভোট ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্ভোধন করে কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ডেইলি সান পত্রিকার প্রতিনিধি ওয়াহিদ রুবেলের সঞ্চালনায় জাগোনিউজের দাবির সাথে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক সমুদ্রকন্ঠ সম্পাদক মঈনুল হোসেন পলাশ, আরটিভি প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজার সম্পাদক সাইফুর রহিম শাহীন, মোহনা টিভি প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটি কর্মকর্তা আমানুল হক বাবুল, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, কক্সবাজার সোসাইটির সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেই কারণে আমরা এ দাবি তুলতেই পারি যে, জাতিসংঘে অন্যান্য ছয়টি ভাষার সঙ্গে বাংলা ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হোক। এটি সময়ের যৌক্তিক দাবি।
তারা, নানা শ্রেণী পেশার মানুষকে সবার অবস্থান থেকে ‘জাতি সংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনে অনলাইন আবেদনে সরিক হতে আহবান জানান।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রæপের সহযোগিতায় চলমান ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং-এ কক্সবাজারের কার্যক্রমে অংশ নিয়ে ভোট দিয়েছেন, এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, নয়াদিগন্ত প্রতিনিধি গোলাম আজম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, এশিয়ান টিভি প্রতিনিধি ইমাম হোসেন শফিক, জিটিভি প্রতিনিধি ওমর ফারুক হিরু, দৈনিক সংবাদ প্রতিনিধি জসিম ছিদ্দিকী, যুবলীগ নেতা আবুল হোসেন আবু, মোহাম্মদ রিয়াদ, দৈনিক রূপসীগ্রামের শাহ নিয়াজ, শামীম সরোয়ার, কক্সবাজারমেইল.কম সম্পাদক আমিরুল ইসলাম মো. রাশেদ, চৌধুরী প্রদীপ গায়েন, সমুদ্রকন্ঠের পরিচালনা সম্পাদক মঈন উদ্দিন, ফাতেমা আলম, বিপ্লব মুন্না, মো. ইসমাইল, সোহাগ ফরহাদ, নাজমুল হোসাইন, আজম খান, আশরাফুল ছিদ্দিকী, মো. সায়েম উদ্দিন আকাশ, নাঈমা জান্নাত, সাইফুল ইসলাম, মো. বেলাল, মনিরুল ইসলাম জিহাদ, মো. ফয়সাল, সাদিয়া আকতার, বিজয়, জসিম উদ্দিন, জগদিশ বড়–য়া পার্থ, ফয়সাল মাহমুদ, তুষার তুহিনসহ আরো অনেকে।

জাগোনিউজ ২৪.কম’র জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর আগত অতিথি ও অন্যান্যদের জাতিসংঘে বাংলার দাবিতে অনলাইন আবেদন সম্পন্ন করতে সহযোগিতা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।