
কক্সবাজারে শহরের টেকপাড়া এলাকায় ‘বড় পুকুরে’ ডুবে দুই স্কুল শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গোসল করতে গেলে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
তারা হলো- শহরের বইল্যাপাড়া ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রিগাম সুলতান লাবিব (১২)। অপরজন গিয়াস উদ্দিন (১৩)। সে টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহরের টেকপাড়া এলাকায় ‘বড় পুকুর’ নামে পরিচিত একটি পুকুরে গোসল করতে যান কয়েকজন শিশু। গোসলের এক পর্যায়ে পুকুরে ডুবে যান দুই শিশু।
প্রায় ১০ মিনিটি পর ডুবে যাওয়ার বিষয়টি আচঁ করতে পরে অপরাপর শিশুরা চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, বেলা আড়াইটার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।