২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১৩ আশ্বিন, ১৪৩২ | ৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

কক্সবাজারে বায়তুশ শরফের কবি সন্মাননার আয়োজন

 

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে আজ মঙ্গলবার কবি বরণ, দেয়ালিকা উৎসব ও কবি সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বায়তুশ শরফের পীর হযরত মওলানা মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব কবি আসাদ মান্নান। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ও নেপালের ১২ জন বিশিষ্ট কবি উপস্থিত ছিলেন। এবং একুশে পদকে ভূষিত জাতিসত্বার কবি মুহম্মদ নুরুল হুদাকে সম্বর্ধিত করা হয়েছে।

কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী মাঠে ‘কবি বরণ, দেয়ালিকা উৎসব ও কবি সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (মেলার কবি) আসাদ মান্নান বলেন- প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান স্বাধীনতার পেছনে মিশে আছে ৩০ লাখ শহীদের রক্ত। স্বাধীনতার এই মাসে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর এই আয়োজন প্রশংসনীয়।

কবি আসাদ মান্নান বলেন, বায়তুশ শরফ শিক্ষা, চিকিৎসা ও মানব সেবার যে আলো জ্বালিয়েছে তা নিভে যাবার মত নয়। দেশের প্রতিটি এলাকায় বায়তুশ শরফের মত অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে দেশ সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ক্রমান্বয়ে মৌলবাদীরা এগুলো দখলে নিয়েছে। বায়তুশ শরফ অসামপ্রদায়িক চেতনায় ধর্মীয় শিক্ষা ও মানবসেবা মূলক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ ৫৮ টি দেয়ালিকা উদ্বোধন করেন। ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস, ২৫ মার্চ বায়তুশ শরফের স্বপ্নদ্রষ্টা মরহুম আল্লামা আব্দুল জাব্বার রঃ এর ১৯ তম ইন্তেকাল বার্ষিকী, ২১ মার্চ কবি বরণ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই দেয়ালিকা গুলো প্রকাশ করা হয়।

অনুষ্ঠনে একুশে পদকে ভূষিত জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, ভারতের কবি শাকিল আহমদ, নেপালের কবি কিরণ ভট্ট, বায়তুশ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, বহুমাত্রিক লেখক ও কবি কামরুল হাসান ও কবি ছলাহুদ্দিন বেলাল বক্তৃতা করেন।

সভাপতির বক্তব্যে বায়তুশ শরফের পীর কুতুব উদ্দিন বলেন, আল্লাহর মেহেরবাণীতে বায়তুশ শরফ সারাদেশে ১৮০ টি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। যার মধ্যমে মানুষের আত্মশুদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও মানব সেবার কাজ হচ্ছে। অবশ্যই কুরআনী শিক্ষার অলো সূর্য্যরে আলোর চেয়েও অনেক গতিময় ও জ্যোর্তিময়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।