১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :
পর্যটন নগরী কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এছাড়াও আলাদা আলাদা সেশনে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক রাহনুমা সালাম খান,‌ কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, ভূমিজ এর প্রতিষ্ঠাতা ফারহানা রশিদ, ইউএনডিপির সাসটেইনেবল সলিউশনস টু ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট ম্যানেজার মনজুরুল হক,
ওয়েস্ট কনসার্ন এর নির্বাহী পরিচালক আবু হাসনাত মোঃ মাকসুদ সিনহা, ভিসকম বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক মারুফ কবির, আইইউসিএন বাংলাদেশ এর  কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন, গার্বেজম্যান লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, টুয়াক সাধারণ সম্পাদক একেএম মুনিবুর রহমান টিটু ও টুয়াক নেতা তৌহিদুল ইসলাম তোহাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
কর্মশালার সমন্বয়ক এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
কর্মশালায় অংশ গ্রহণকারী সকলের পরামর্শক্রমে কক্সবাজারের “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” নিয়ে বেশ কিছু সমস্যা এবং সম্ভাবনা সনাক্ত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।