২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে নিসচা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চনের মতবিনিময়

কক্সবাজারে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন।

বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের মতবিনিময় সভায় বিদেশী অতিথিরা সড়ককে নিরাপদ করার আন্দোলন বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে
বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভায় বিদেশী অতিথিরা বলেছেন, সড়ককে নিরাপদ করার আন্দোলন বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। বিশ্বকে নিরাপদ সড়কের বার্তা দিতে পারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা।
১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত এক হোটেলে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি নিরাপদ সড়ক উপহার দেয়ার আন্দোলনে ভূমিকা রাখতে নিসচা সদস্যদের দিকনির্দেশনা দেন।
নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন বিশ্বজুড়ে সড়ককে নিরাপদ করতে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এতে বিশেষ অতিথি ছিলেন জিএইচএআই এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জিএইচএআই এর এসোসিয়েট ডাইরেক্টর মিনা এল তুর্কি, নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, সংগঠনের ভাইস-চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’ এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান, নিসচা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, নুরুল আমিন, ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম টিপু, নিসচা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাকিম আলী, দপ্তর সম্পাদক এস.এম হান্নান শাহ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা রবি, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা পিয়া প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।