২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১ আশ্বিন, ১৪৩২ | ৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজারে ‘নদীর জন্য সমাবেশ’

কক্সবাজারে ‘নদীর জন্য সমাবেশ’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও বাঁকখালী বাঁচাও আন্দোলনের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় বাঁকখালী নদীর তীরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল।

বাঁকখালী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মনছুরের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রটেক্ট এরিয়ার প্ল্যানার ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনির হোসেন, দৈনিক আপনকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন সিকদার।

বাঁকখালী বাঁচাও আন্দোলনের সভাপতি ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সরওয়ার সাঈদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. ফশিউল আলম, প্রবীণ শিক্ষক মো. কাদের, মাস্টার মো. হোসেন, ডিসকভার কক্সের প্রধান পরিচালক আবদুল্লাহ নয়ন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. তুহিন।

সমাবেশে পবিত্র কুরআন তেলোয়াত করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার গবেষণা-বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ। বাঁকখালী প্রকল্পে দখলদার উচ্ছেদকরণ, দূষণরোধ, প্যারাবন রক্ষা ও জীববৈচিত্র সংরক্ষণের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদকসহ স্থানীয় নদীপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।