২৬ অক্টোবর, ২০২৫ | ১০ কার্তিক, ১৪৩২ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কক্সবাজারে দেড়মন জাটকা জব্দ

 

 

কক্সবাজারে দেড় মন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। ২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮ টায় শহরতলীর নুনিয়াছড়াস্হ বিএফডিসি মৎস্য অবতরনকেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বপ্রদানকারী ও জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আব্দুল আলীম জানান, ফিশিং বোট থেকে গোপনে খালাস করার সময় ৬০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। জেলেরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কক্সবাজার মৎস্য অবতরনকেন্দ্র ব্যবস্হাপক মোঃ শরীফুল আলম ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা কর্মচারীগন অভিযানে অংশ নেন। জব্দকৃত মাছ স্হানীয় এতিমখানায় বিতরন করা হয়। শিক্ষক-ছাত্র স্হানীয় জনগন এসময় উপস্হিত ছিলেন।


উল্লেখ্য, ২৫ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ “জাটকা” নামে পরিচিত। ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাসব্যাপী সারাদেশে জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা মৎস্য সংরক্ষন অাইনে দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে জেলাব্যাপী জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।