৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কক্সবাজারে চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রাদনের দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও কমিঠি গঠন পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার -২ আসনের জাতীয় সংসদ সদস্য আশেক উল্লার রফিক এমপি।
এ সময় তিনি বলেন, শহর জীবনে নাগরিকদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু সে অনুযায়ী তাদের জীবন মানের উন্নয়ন হয়নি।
এমপি আশেক বলেন, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং অনেক ধরনের নাগরিক সেবা খুব কম সময়ে নূন্যতম খরচে এবং বেশি সেবা দিয়ে আসছে পৌরসভার কর্মচারীরা। এমন কি মানুষ যখন গভীর ঘুমে থাকে তখন তারা জেগে ময়লা বা রাস্তাঘাট পরিস্কার করে। আবার প্রচণ্ড বৃস্টি বা গরমেও তাদের কাজ করতে হয়। তাদের সে কাজের মূল্যায়ন হওয়া দরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের দাযিত্ব নিয়েছে। এখন সব সেক্টরের উন্নয়ন হয়েছে, আশা করি পৌরসভার কর্মচারীদের যৌক্তিক দাবি গুলোও পূরণ হবে। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য বাঁচেন। তার সরকারকে সহযোগিতা করেন। অবশ্যই সবার চাওয়া পূরণ হবে।

আজ শনিবার থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সম্মেলন প্রস্তুতি কমিঠির আহ্বায়ক খোরশেদ আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মোঃ হাফেজ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনে সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক কে, জি, এম, মাহমুদ।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন চাদপুর জেলা কমিঠির সভাপতি আবুল কালেম ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার সচিব সৈয়দ আবুজর গিফারী, কুমিল্লা পৌর কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারন সম্পাদক সাইফুর রহমান, ফেনী জেলার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম হাজারী রুপক, নোয়াখালী জেলা কমিঠির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা কমিঠির সভাপতি আলহাজ বেলাল আহাম্মদ খান, খাগড়াছড়ি কমিঠির সভাপতি উদয় জীবন চাকমা, বান্দারবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, খুলনা জেলার সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনরে দাবি বাস্তবায়ন কমিঠির আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম।

বক্তারা বলেন, বাংলাদেশে ৩২৬টি পৌরসভার মধ্যে প্রায় ৩৬ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছে। যারা বেশির ভাগ সময় নিয়মিত বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করে। জেলা শহরের পৌরসভার কথা বাদ দিলে প্রায় শুনা যায় ২-১৫ মাস পর্যন্ত বেতন বকেয়া থাকে। কিন্তু দেখা গেছে সব ধরনের সেবা ধর্মী প্রতিষ্ঠানের মধ্যে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরাই বেশি সেবা দিয়ে যাচ্ছে রাত দিন। এমনকি গভীর রাতে পৌরসভার কর্মচারীরা নাগরিকদের সেবা দেয়। তার পরও চাকরির শেষ জীবনে রয়ে যায় পেনশন না পাওয়ার অনিশ্চয়তা। আর নানান ধরনের ভোগান্তি।

তারা আরো বলেন, আমরা এ সম্মেলস থেকে আহ্বান জানাতে চাই পৌরসভার বেতন ভাতা এবং পেনশন যেন রাজস্ব খাত থেকে দেওয়া হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা কবি শামীম আক্তার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।