২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১ আশ্বিন, ১৪৩২ | ৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজারে আরম্ভ হচ্ছে তিন দিনের বিতর্ক কর্মশালা


কক্সবাজারে এবার তিন দিনের বিতর্ক কর্মশালা আরম্ভ হচ্ছে। আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল শহরের একটি ভেন্যুতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার আয়োজক কক্সবাজার জেলা বিতর্ক ক্লাব। কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। নির্দিষ্ট সংখ্যক আসনে নিবন্ধন শুরু হবে ১১ মার্চ থেকে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্টানে নিবন্ধন প্রক্রিয়া সমপন্ন হবে। নিবন্ধন ফি ১০০ টাকা।
কর্মশালা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিসভা ৩ মার্চ শুক্রবার বিকাল ৫টায় শহরের ঝাউতলাস্থ প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিতর্ক ক্লাবের সভাপতি কবি শামীম আকতার। বক্তব্য দেন- জেলা বিতর্ক ক্লাবের সহসভাপতি দীপক শর্মা দীপু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য ইনজামামুল হক, এহসানুর রহমান ইমন, সাহেদুল হক সাইমুন, রাহিমা আক্তার খুশি, কণিকা আক্তার প্রমুখ।
কক্সবাজার জেলা বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন- তিন দিনব্যাপী কর্মশালায় উচ্চারণ, বাচনভঙ্গি, উপস্থাপনা, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক , ইংরেজি সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক ও বায়োয়ারী বিতর্কের উপর প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ দেবেন জাতীয় পর্যায়ের খ্যাতিমান বিতার্কিকবৃন্দ। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদ দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।