২৩ জুলাই, ২০২৫ | ৮ শ্রাবণ, ১৪৩২ | ২৭ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের

‘কক্সবাজারে অর্থমন্ত্রীকে দাওয়াত দিবেন না’

বাজেট ঘোষণার পর সরকারের অর্থমন্ত্রীর প্রতি দেশের সাধারণ মানুষের তীর্যক মন্তব্যের শেষ নেই। বিশেষ করে ভ্যাট এবং ব্যাংকের সঞ্চিত টাকার কর্তন নিয়ে অর্থমন্ত্রীর উপর ক্ষোভের বহিঃপ্রকাশ এখন যত্রতত্র।
সরকারের অন্যান্য মন্ত্রীরাই অর্থমন্ত্রীর উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ। সংসদে বাজেট উত্থাপন করার পর থেকেই দেশব্যাপী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত তোপের মুখে রয়েছেন।

রবিবার কক্সবাজারেও অর্থমন্ত্রীর উপর এরকম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালায় অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ ঝেড়েছেন খোদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো. আবদুর রহমান। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে সরকার সামগ্রিকভাবে জেলার পরিচিতি সমগ্র বিশ্বে তুলে ধরার জন্য জেলা ব্র্যান্ডিং-এর কার্যক্রম এর উদ্যোগ নিয়েছে।

সভায় জেলা ব্র্যান্ডিংয়ের লোগো উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সরকারের মন্ত্রীদের আমন্ত্রণ দেওয়ার বিষয় নিয়ে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রস্তাবের সূচনা করেন। এ পর্যায়ে বেশ ক’জন মন্ত্রীর নামও উচ্চারিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম বলেন-‘আপনারা ব্র্যান্ডিংয়ের অনুষ্ঠানে মন্ত্রী যাকেই দাওয়াত দিবেন না কেন-আল্লাহর ওয়াস্তে অর্থমন্ত্রীকে দাওয়াত দিবেন না। এটা আমার অনুরোধ। ’

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাবেক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।