১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীতে গৃহবধুর আত্মহত্যা

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীতে গলায় উড়না পেঁচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের বাথরুমে আত্মহত্য করেন বলে জানা যায়। এ ঘটনায় শ্বাশুড়িকে জিজ্ঞাসাব‍াদের থানায় নিয়ে এসেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, খুরুশকুল ইউপি’র তেতৈয়ার জনৈক ব্যক্তির মেয়ে কানিজ ফাতেমার সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করেন কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মৃত মো. হারুনের ছেলে ফারুক। শুরুতে খুব সুন্দর ভাবে দু’জনই সংসার করে আসছেন। কিন্তু কিছুদিন পর দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। স্বামী ফারুক গভীর রাত পর্যন্ত বাইরে ঘুরাঘুরি, মাদকাসক্ত ও পারিবারিক অন্যান্য বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। এর জের ধরে সোমবার গভীর রাতেও ঝগড়া করে স্বামী ফারুক বেরিয়ে পড়ে, এরপর গৃহবধু ফাতেমা বাথরুমে ঢুকে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এদিকে, গৃহবধু কানিজ ফাতেমার পরিবার তাদের মেয়েকে হত্যা করেছে বলে দাবি করেন এবং পুলিশ প্রশাসন নিয়ে শ্বশুর বাড়ি থেকে মেয়ের লাশ উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত বড়ুয়া জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শ্বাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ কর‍া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।