২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীতে গৃহবধুর আত্মহত্যা

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীতে গলায় উড়না পেঁচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের বাথরুমে আত্মহত্য করেন বলে জানা যায়। এ ঘটনায় শ্বাশুড়িকে জিজ্ঞাসাব‍াদের থানায় নিয়ে এসেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, খুরুশকুল ইউপি’র তেতৈয়ার জনৈক ব্যক্তির মেয়ে কানিজ ফাতেমার সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করেন কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মৃত মো. হারুনের ছেলে ফারুক। শুরুতে খুব সুন্দর ভাবে দু’জনই সংসার করে আসছেন। কিন্তু কিছুদিন পর দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। স্বামী ফারুক গভীর রাত পর্যন্ত বাইরে ঘুরাঘুরি, মাদকাসক্ত ও পারিবারিক অন্যান্য বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। এর জের ধরে সোমবার গভীর রাতেও ঝগড়া করে স্বামী ফারুক বেরিয়ে পড়ে, এরপর গৃহবধু ফাতেমা বাথরুমে ঢুকে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এদিকে, গৃহবধু কানিজ ফাতেমার পরিবার তাদের মেয়েকে হত্যা করেছে বলে দাবি করেন এবং পুলিশ প্রশাসন নিয়ে শ্বশুর বাড়ি থেকে মেয়ের লাশ উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত বড়ুয়া জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শ্বাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ কর‍া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।