৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

কক্সবাজারের জন্মনিবন্ধন সার্ভার শিঘ্রী খুলে দেওয়া হবে : জেলা প্রশাসক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার জন্ম নিবন্ধন সার্ভার শিঘ্রী খুলে দেওয়া হবে। সোমবার ১৩ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জন্ম নিবন্ধন সংক্রান্ত আন্ত: মন্ত্রনালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ঢাকা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সভায় অংশ নেয়া আর একজন জানান, জন্ম নিবন্ধন সার্ভার বিগত ২ বছরেরও বেশী সময় বন্ধ থাকায় স্থানীয় জনসাধারণের চরম দুর্ভোগের কথা উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ হেলালুদ্দীন আহমেদ ও রেজিস্ট্রার জেনারেল জন্মমৃত্যু কে সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসন থেকে পত্র দেওয়া হয়। এ পত্রের ইতিবাচক ফলাফল পাওয়ার জন্য জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর তদবির করতে থাকেন। এ পত্রের প্রেক্ষিতে সোমবার ১৩ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জন্ম নিবন্ধন সংক্রান্ত আন্ত: মন্ত্রনালয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজারের জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার গুরুত্ব তুলে ধরে তাঁর প্রেরিত পত্রের প্রস্তাবানা পেশ করেন। সভায় উপস্থিত সকলে বিষয়টি আলোচনা করে কক্সবাজারের জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করেন। সুত্রটি সিবিএন-কে আরো জানিয়েছে, সভার কার্যবিবরনী পাশ হওয়ার পর পরই দ্রুততম সময়ে কক্সবাজারের জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়া হবে। সভায় রেজিস্ট্রার জেনারেল জন্মমৃত্যুর প্রতিনিধি, ডিজিএফআইয়ের প্রতিনিধি, পার্সপোট অধিদপ্তরের প্রতিনিধি, এনএসআই এর প্রতিনিধি, বিভাগীয় কমিশনার অফিসের প্রতিনিধি সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কৃতজ্ঞতা :

কক্সবাজারের জন্ম নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করায় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদ, জন্মমৃত্যু মহানিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সকলের নিকট কক্সবাজারের জেলা মোঃ কামাল হোসেন আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের বদান্যতার কারণে কক্সবাজার জেলাবাসীর দীর্ঘদিনের চরম দুর্ভোগ লাগব হবে বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।