২০ জুলাই, ২০২৫ | ৫ শ্রাবণ, ১৪৩২ | ২৪ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

কউকের তৃতীয় সভায় ১০ ভবনের নকশা অনুমোদন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক) বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩য় সভায়  দশটি ভবনের নকশা অনুমোদন দেয়া হয়েছে। নিয়মানুসারে ইমারত নকশা উপস্থাপন করায় এসব ভবনের নির্মাণ অনুমোদন দেয়া হয়। এসময় দুটি ভবন নির্মাণের অনুমতি নকশায় অসামঞ্জস্য থাকায় তা সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে।

সোমবার ( ২৩ অক্টোবর) কউক সম্মেলন কক্ষে চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে সভায় প্রাথমিকভাবে ১২টি ইমারত নির্মাণের নকশা উপস্থাপন করা হয়।

উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ইমারত নির্মাণ বিধিমালা পর্যালোচনার্থে ১০টি অনুমোদন প্রদান করেন এবং ২টি নকশা সংশোধন সাপেক্ষে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত দেয়া হয়। ইতোপূর্বে বিগত ২৪ সেপ্টেম্বর কউকের ২য় বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

সভায় কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে বদ্ধপরিকর। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ইমারতের নকশা অনুমোদনসহ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন কউকের সদস্য- প্রকৌশল লে. কর্ণেল মো. অনোয়ার-উল-ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম এবং কউকের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।