৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

কউকের তৃতীয় সভায় ১০ ভবনের নকশা অনুমোদন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক) বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩য় সভায়  দশটি ভবনের নকশা অনুমোদন দেয়া হয়েছে। নিয়মানুসারে ইমারত নকশা উপস্থাপন করায় এসব ভবনের নির্মাণ অনুমোদন দেয়া হয়। এসময় দুটি ভবন নির্মাণের অনুমতি নকশায় অসামঞ্জস্য থাকায় তা সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে।

সোমবার ( ২৩ অক্টোবর) কউক সম্মেলন কক্ষে চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে সভায় প্রাথমিকভাবে ১২টি ইমারত নির্মাণের নকশা উপস্থাপন করা হয়।

উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ইমারত নির্মাণ বিধিমালা পর্যালোচনার্থে ১০টি অনুমোদন প্রদান করেন এবং ২টি নকশা সংশোধন সাপেক্ষে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত দেয়া হয়। ইতোপূর্বে বিগত ২৪ সেপ্টেম্বর কউকের ২য় বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

সভায় কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে বদ্ধপরিকর। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ইমারতের নকশা অনুমোদনসহ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন কউকের সদস্য- প্রকৌশল লে. কর্ণেল মো. অনোয়ার-উল-ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম এবং কউকের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।