১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ওমরাহ হজ্বে প্রতারণার দায়ে হজ্ব এজেন্সি মালিকের বিরুদ্ধে কক্সবাজারে মামলা

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ্ব পালনে প্রতারণার অভিযোগে একটি হজ্ব এজেন্সির মালিকের বিরুদ্ধে কক্সবাজারে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। মামলা করা হয়েছে ওই হজ্ব এজেন্সির মালিক রামু উপজেলার রাজারকুল সিকদার পাড়ার বাসিন্দা নুরুল হক সিকদারের বিরুদ্ধে। কক্সবাজারের সিনিয়র ষ্পেশাল জজ আদালতের বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদারের আদালতে গতকাল এই অভিযোগটি (বিশেষ দরখাস্ত নম্বর-৩৪/২০১৫) দায়ের করা হলে বিজ্ঞ বিচারক তা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেরণ করেন।
আদালত সুত্রে জানা গেছে, কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আবদুর রহিম চৌধুরী রাজধানী ঢাকার নজরুল ইসলাম স্মরণীর মাহতাব সেন্টারের লিবার্টি ট্রাভেলসের (হজ্ব লাইসেন্স নম্বর-২৫৫) মালিক রামু উপজেলার রাজারকুলের বাসিন্দা নুরুল হক সিকদারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ হচ্ছে, সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র ওমরাহ এবং মদীনায় মহানবী (সাঃ) এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য নিরাপদে আসা-যাওয়া ও থাকা-খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেয়ার কথা উক্ত ট্রাভেলস মালিকের। বাদী ও তাঁর স্ত্রীর নিকট থেকে এ বাবদ ট্রাভেলস মালিক নুরুল হক সিকদার এক লাখ ৯০ হাজার টাকা গ্রহন করেন। গত ২০ এপ্রিল ট্রাভেলস মালিক ইউনাইটেড বিমানে ঢাকা থেকে জেদ্দায় স্বামী স্ত্রীকে নিয়ে গেলেও সেখানে থাকা-খাওয়া এবং পূণরায় ঢাকায় ফেরৎ আসার জন্য আর কোন ব্যবস্থা গ্রহন না করে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আতœসাৎ করেন।
বাদী আবদুর রহিম চৌধুরী ও তার স্ত্রী শেষাবধি সৌদি আরবে আতœীয় স্বজনের শরনাপন্ন হয়ে থাকা-খাওয়া ও ঢাকায় ফিরে আসার জন্য ধার-কর্জে ব্যবস্থা করেন। আবদুর রহিম চৌধুরী এ ব্যাপারে ট্রাভেলস মালিক নুরুল হক সিকদার এবং ইউনাইটেড বিমানের শঠতা, দূর্নীতি,বিশ্বাসভঙ্গ ও প্রতারণা মূলক আতœসাতের বিরুদ্ধে ঢাকায় দুদকে অভিযোগ দায়ের করতে গেলে তাকে আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়। মামলার বাদীর নিয়োজিত আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাকারিয়া জানান, দুদককে এ ব্যাপারে তদন্তের নির্দ্দেশনা দিয়েছেন আদালত। এ ব্যাপারে ট্রাভেলস মালিক নুরুল হক সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান-আবদুর রহিম চৌধুরী ও তার স্ত্রীকে যেসব সুযোগ-সুবিধা দেয়ার কথা তার বেশ কিছু দেয়া হয়েছে। তবে জেদ্দা থেকে ইউনাইটেড বিমানের টিকেট না দেয়ার কথা তিনি স্বীকার করেন এবং এ বাবদ টাকা ফেরৎ দেয়া হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।