২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে স্বাগত জানালো জেলা ছাত্রদল


বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের সাথে সৌজন্যতা বিনিময় করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। পরীক্ষা শুরুর আগে ছাত্রদল নেতা-কর্মীরা প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানান। পরে পরীক্ষা শেষে তারা পরীক্ষার্থীদের হাতে ছাত্রদলের শ্লোগান সম্বলিত এসএসসি পরীক্ষার ছাপানো রুটিন (পরীক্ষার সময়সূচি) তুলে দেন।
জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিনের নেতৃত্বে ছাত্রদলের বেশ কয়েকটি দল কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানান। ওই সময় তারা শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের খোঁজখবর নেন এবং পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল সাংবাদিকদের বলেন, ‘ভারপ্রাপ্ত’ কিংবা ‘ভারাক্রান্ত’ যে যা-ই করুক না কেন, জেলা ছাত্রদল রাসেল ও মনিরের নেতৃত্বে ঐক্যবদ্ধই রয়েছে।
তিনি মনে করেন, যারা ছাত্রদলে থেকে ছাত্রদলের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে তারা প্রকৃত ছাত্রদল নেতা-কর্মী নয়। আর তারা ষড়যন্ত্র করেও ছাত্রদলের কোন ক্ষতি করতে পারবে না। যার প্রমাণ আমরা আগেও দিয়েছি, আগামিতেও দিয়ে যাবো।
রাসেলের মতে, বর্তমান জেলা ছাত্রদলের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে অগ্রসরমান পথচলাকে বাধাগ্রস্থ করার জন্যই কতিপয় চক্রান্তকারি চক্রান্ত করেছে। তারা হিংসা, বিদ্বেষ আর ঘৃণার মতো মনোরোগে আক্রান্ত হয়ে এই অপকর্ম করছে বলেও মনে করেন এই নেতা।


জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন বলেন, জাতীয়তাবাদী আন্দোলনের এই ছাত্র সংগঠনটির সাথে যারাই থাকবে তারা কখনো দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। বরং মূলধারার ছাত্রদল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে সবধরণের রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলেও জানান জেলা ছাত্রদলের এই নেতা।
ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী এসএসসি পরীক্ষার এই ক্যাম্পেইনে অংশ নেন।
ওই দলে জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিন ছাড়াও ছিলেন সহ-সভাপতি জাহেদুল ইসলাম রিটন, রাশেদুল হক, শাহ মোশাররফ হোসেন, ফারুক আজম, যুগ্ম সম্পাদক মিজানুল আলম, রাশেদুল হক রাশেদ, এনামুল হক, নেজাম উদ্দিন, সহ-সাধারণ মম্পাদক সাইদু সিকদার, সহ-সাংগঠনিক মাসুম সিরাজী, প্রচার সম্পাদক আশরাফ ইমরান, স্কুল বিষয়ক সম্পাদক জাফর আলম, সহ-প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
এছাড়াও এসএসসি পরীক্ষার এই ক্যাম্পেইন দলে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলীর সদস্যরা অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।